অনবদ্য বিষ্ণু, দিমির গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

সূচি অনুযায়ী শুক্রবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের (ISL 2024) অষ্টম ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে।…

PV Vishnu Shines as East Bengal Beats NorthEast United 1-0

সূচি অনুযায়ী শুক্রবার নিজেদের ঘরের মাঠে আইএসএলের (ISL 2024) অষ্টম ম্যাচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাঁদের লড়াই করতে হচ্ছে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে গোল পান গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। ফরাসি তারকা মাদিহ তালালের সহযোগিতায় অনবদ্য গোল করে যান দিমিত্রিওস। তাছাড়া প্রথম থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছেন দলের তরুণ ফুটবলার পিভি বিষ্ণু।

   

এদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ থাকায় প্রথম থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছেন সাউল ক্রেসপো’রা। ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের চাপে ফেলে দিতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গলের আপফ্রন্ট। যা সামলে দিতে গিয়ে কার্যত কালঘাম ছুটতে শুরু করেছিল বেমামার থেকে শুরু করে আশির আখতারদের। তবে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি আলাউদ্দিন আজিরেইরা। তবে লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখান সিং গিলের দক্ষ হাতে তাঁদের আটকে যেতে হয় বারংবার। এছাড়াও জিকসন সিং থেকে শুরু করে লালচুংনুঙ্গাদের জমাটবাঁধা ডিফেন্স ভেঙে গোল তুলে আনা এখনও সম্ভব হয়নি নর্থইস্টের।

অন্যদিকে, আক্রমণের পর আক্রমণ করতে শুরু করে অস্কার ব্রুজনের ছেলেরা। তারপর ২৩ মিনিটের মাথায় মাদিহ তালালের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে যান দিমিত্রিওস ডায়মান্তাকস। যারফলে এক গোলের ব্যবধানে এগিয়ে যায় মশাল ব্রিগেড। ঘরের মাঠে এগিয়ে যাওয়ার দরুন ক্রমশ আত্মবিশ্বাস বাড়তে শুরু করে সৌভিক চক্রবর্তীদের। পরবর্তীতে বল নিয়ে বারংবার প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়তে দেখা যায় দিমিত্রিওস ডায়মান্তাকস থেকে শুরু করে পিভি বিষ্ণুদের। কিন্তু সেখান থেকে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি কারুর পক্ষে।

যারফলে আপাতত এগিয়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের এই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকবে কলকাতা ময়দানের এই প্রধানের। অন্যদিকে, দ্রুত গোল তুলে নিতে চাইবেন নর্থইস্ট ইউনাইটেডের কোচ পেদ্রো বেনালি। তবে সেটা যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে।