ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখল নর্থইস্ট ইউনাইটেড (Northeast United )। রবিবার বিকেলে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচ (ISL 2024) খেলতে নেমেছিল পেদ্রো বেনালির ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল সার্জিও লোবেরার ওডিশা এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল এবারের ডুরান্ড কাপ জয়ীরা। এদিন নর্থইস্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল পান আলাউদ্দিন আজিরেই। সেইসাথে আরও একটি গোল করেন গুইলারমো ফার্নান্দেজ। অন্যদিকে, ওডিশা এফসির হয়ে গোল করে যান হুগো বুমোস এবং দিয়াগো মাউরিসিও।
Also Read | লাল-হলুদকে ছকে ফেলতে কোন অঙ্ক কষছেন আ্যালেক্সিস-ফ্রাঙ্কাদের হেডস্যার
এই জয়ের সুবাদে ৭ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে উঠে আসলো জন আব্রাহামের ফুটবল ক্লাব। এবারের আইএসএলের শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। কলকাতা ময়দানের অন্যতম এক প্রধানকে পরাজিত করে মরসুম শুরু করেছিল পার্থিব গগৈরা। কিন্তু তারপর টানা তিনটি ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি বেনালির ছেলেদের। তবে গত জামশেদপুর ম্যাচ থেকেই ছন্দে ফেরে আইএসএলের এই ফুটবল ক্লাব। বিরাট বড় ব্যবধানে সেই ম্যাচে জয় লাভ করায় যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে ওঠেন দলের ফুটবলাররা।
Also Read | “লড়াই এবার শুরু হল….” মহামেডান ম্যাচের আগে নতুন চ্যালেঞ্জ নিলেন অস্কার
সেই প্রভাব দেখা গিয়েছে আজকের ম্যাচে। ঘরের মাঠে ম্যাচ হলেও ওডিশা এফসিকে আটকানো যে খুব একটা সহজ নয় সেটা বলাই চলে। তবে এদিন প্রথম থেকেই নিজেদের দাপট বজায় রাখল বেনালি ব্রিগেড। প্রথম কোয়ার্টারের মধ্যেই আলাউদ্দিন আজিরেইয়ের গোল এগিয়ে দেয় দলকে। কিন্তু তারপরে ও প্রতিপক্ষের রক্ষণভাগে উঠে এসে ভয়ডরহীন ফুটবল খেলতে থাকে রয় কৃষ্ণা থেকে শুরু করে ইশাক ভানলালরুয়াতফেলারা। যারফলে বেশ কয়েকবার গোলের পরিস্থিতি তৈরি হলেও গুরমীত সিংয়ের দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Also Read | শীতকালীন উইন্ডোর আগে কোন বিদেশি ফুটবলারের দিকে ঝুঁকছে বাগান শিবির!
অন্যদিকে ওডিশার অসাবধানতার সুযোগ নিয়ে ব্যবধান বাড়িয়ে যান আলাউদ্দিন। যালফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে নর্থইস্ট ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধ থেকে প্রবল চাপ বাড়াতে শুরু করে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। ৬০ মিনিটের মাথায় হুগো বুমোসের গোলে ব্যবধান কমায় ওডিশা। তারপর থেকেই যথেষ্ট রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে দেয় আশির আখতার থেকে শুরু করে মিচেল জাবাকোরা। তবে সময় যত এগিয়েছে আক্রমণ প্রতি আক্রমণে জমজমাট হয়ে উঠতে থাকে গোটা ম্যাচ। তারপর ৭১ মিনিটের মাথায় গুইলারমোর গোলের পর প্রায় জয় নিশ্চিত হয়ে যায় নর্থইস্টের। শেষে ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিও ওডিশার হয়ে দ্বিতীয় গোল করলেও, তাঁদের পক্ষে ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি।