জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি সানডে মার্কেটে জঙ্গিদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে (Srinagar Market Explosion) কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলা নিয়ে বিশদ তথ্য এখনও পাওয়া যায়নি।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে “গভীরভাবে উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন এবং নিরীহ সাধারণ মানুষের উপর হামলা চালানোর কোনও যৌক্তিকতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, “গত কয়েকদিন ধরে উপত্যকার বিভিন্ন অঞ্চলে হামলা এবং এনকাউন্টারের খবর শিরোনাম হয়েছে। আজকের শ্রীনগরের ‘সানডে মার্কেটে’ নিরীহ ক্রেতাদের উপর গ্রেনেড হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলার কোনও যুক্তি থাকতে পারে না। নিরাপত্তা বাহিনীকে এই হামলার ধারাবাহিকতাকে দ্রুত বন্ধ করার জন্য যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে যাতে মানুষ নির্ভয়ে জীবনযাপন করতে পারে।”
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শীর্ষ পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে। লেফটেন্যান্ট গভর্নর সিনহা জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল নলিন প্রভাত এবং নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “জঙ্গি সংগঠনগুলিকে দমন করতে এবং এই অভিযানে সফলতা আনতে কোন ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীনে এবং লেফটেন্যান্ট গভর্নর কর্তৃক পরিচালিত হয়, কোনও নির্বাচিত সরকার দ্বারা নয়।
কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিদি কুমার বার্ডি বলেন, এই হামলার সাথে যুক্ত জঙ্গি, উসমান, ছিলেন লস্কর-ই-তৈবার কমান্ডার। তিনি বলেন, “এই অপারেশনটি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা বাহিনী একজন জঙ্গিকে হত্যা করেছে, যিনি উসমান নামে পরিচিত ছিলেন। তিনি লস্কর-ই-তৈবার কমান্ডার এবং ৪ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তিনি একজন বিদেশী জঙ্গি ছিলেন।” এর আগে, আনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনী একটি এনকাউন্টারে আরও দুই জঙ্গিকে হত্যা করেছে।
এই সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং প্রশাসন শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।