কবে দলে যোগ দেবেন সাদাউ? জানিয়ে দিলেন স্ট্যাহরে

নয়া সিজনে দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে নোয়া সাদাউকে (Noah Sadaoui) দলে টেনে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গত মরসুমে এসসি গোয়ার পারফরম্যান্স দেখেই এই মরোক্কান…

ISL 2024: Kerala Blasters Coach Mikael Stahre Reveals Expected Timeline for Noah Sadaoui’s Team Arrival

short-samachar

নয়া সিজনে দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে নোয়া সাদাউকে (Noah Sadaoui) দলে টেনে ছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গত মরসুমে এসসি গোয়ার পারফরম্যান্স দেখেই এই মরোক্কান উইঙ্গারকে চূড়ান্ত করে ম্যানেজমেন্ট। দুইটি মরসুমের জন্য তাকে দলে নিয়েছে এই ফুটবল ক্লাব। নোয়ার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই প্রভাব ফেলতে সক্ষম দলের আক্রমণভাগে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের শুরু থেকেই যার প্রভাব মিলেছে হাতেনাতে। কিন্তু গত কয়েক ম্যাচ ধরেই খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি দক্ষিণের এই ফুটবল ক্লাবের।

   

Also Read | ওডিশাকে নাস্তানাবুদ! ফুটবলারদের প্রশংসায় পঞ্চমুখ বেনালি

বিশেষ করে গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিপক্ষে অভূতপূর্ব পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। যারফলে একটা সময় দাপুটে পারফরম্যান্স থাকলেও পরবর্তীতে সেটা বজায় থাকেনি। যারফলে বিরাট বড় ব্যবধানে দক্ষিণের এই ফুটবল ক্লাবকে পরাজিত হতে হয় মুম্বাই সিটি এফসির কাছে। এক্ষেত্রে কোয়ামি পেপরা থেকে শুরু করে জেসুস জেমিনেজ স্যাঞ্চেজের মতো ফুটবলার দলে থাকলেও নোয়া সাদাউয়ের অভাব যথেষ্ট প্রভাব ফেলল আক্রমণভাগে। কিন্তু কবে ফের দলের সঙ্গে দেখা যাবে এই তারকা ফুটবলারকে?

Also Read | আইএসএলে অভিনব রেকর্ড আলাউদ্দিনের, চমকে দিলেন সকলকে

সেই নিয়েই এবার মুখ খুললেন দলের হেড কোচ মিকেল স্ট্যাহরে (Mikael Stahre)। তিনি বলেন, ” সব ঠিকঠাক থাকলে নোয়াকে পরবর্তী ম্যাচ থেকেই মাঠে দেখা যেতে পারে‌। নাহলে ফিফার সাময়িক বিরতির পর ফের দলে যোগ দিতে পারেন এই বিদেশি ফুটবলার। সূচি অনুযায়ী আগামী ৭ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে কেরালা দল। এই ম্যাচ থেকেই ফিরতে পারেন মরক্কোর এই দাপুটে ফুটবলার। তবে গত ম্যাচে দলের পারফরম্যান্স ও যে খুব একটা ভালো থাকেনি সেটা ও জানিয়েছেন স্ট্যাহরে‌।

Also Read | ওডিশা ম্যাচের আগে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার

তাঁর কথায়, ” মুম্বাই সিটি এফসি সত্যিই যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে‌। সেই তুলনায় আমাদের ছেলেরা যথেষ্ট হতাশ করেছে। ম্যাচের প্রথমার্ধে আমরা খুব একটা আক্রমনাত্মক ছিলাম না। যার মাশুল আমাদের গুনতে হয়েছে। দলের অধিকাংশ ফুটবলার হতাশ করেছে। এখান থেকেই আমাদের খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে হবে।”