গত রবিবার নিজেদের ঘরের মাঠে ওডিশা এফসিকে (Odisha FC) পরাজিত করেছে নর্থইস্ট ইউনাইটেড (North East United FC)। হোম ম্যাচ থাকায় প্রথম থেকেই তাঁদের দাপট ছিল মোহম্মদ আলি বেমামারদের। তবে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি সার্জিও লোবেরার ছেলেরা। জবাবে হুগো বুমোস এবং দিয়াগো মাউরিসিও গোল করলেও জয় সুনিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে পাহাড়ের এই ফুটবল ক্লাব। ঘরের মাঠে এই জয় আসার দরুন ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে আসে নর্থইস্ট।
Also Read | ওডিশা ম্যাচের আগে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার
সেই নিয়ে যথেষ্ট খুশি দলের কোচ পেদ্রো বেনালি (Pedro Benali), ” দলের এই ফলাফল নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। তবে আরও অনেক উন্নতি করতে হবে। এই ম্যাচে আমরা আরও একাধিক গোল করতে পারতাম। অপরদিকে প্রতিপক্ষ দল যেভাবে আক্রমণে উঠে আসছিল তাঁতে ওরা যেকোন সময় খেলার সমতায় ফিরতে পারত। তবে দিনশেষে তিন পয়েন্ট পাওয়ায় আমরা সকলেই প্রচন্ড খুশি।” পাশাপাশি দলের বোঝাপড়া প্রসঙ্গে তিনি বলেন, ” এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে আমাদের দলের খেলোয়াড়রা গোল করছে, শুধু একজন খেলোয়াড় নয়। আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যের খেলোয়াড় আছে। তাই, আমরা সবসময় গোল করতে পারি।”
Also Read | আইএসএলে অভিনব রেকর্ড আলাউদ্দিনের, চমকে দিলেন সকলকে
তবে সেখানেই শেষ নয়। দলের গোলরক্ষক গুরমিত সিংয়ের প্রসঙ্গে ও যথেষ্ট ইতিবাচক থাকেন স্প্যানিশ কোচ। বেনালি বলেন, ” গুরমিত এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে দুই থেকে তিনটি নিশ্চিত গোল বাঁচিয়েছে। তাই সহজেই ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হয়েছে। সে খুব মনোযোগী একজন গোলরক্ষক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। এই সিজনে সে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।”
Also Read | লাল-হলুদকে ছকে ফেলতে কোন অঙ্ক কষছেন আ্যালেক্সিস-ফ্রাঙ্কাদের হেডস্যার
উল্লেখ্য, এই ওডিশা ম্যাচে প্রথম থেকে দাপট থাকলেও সময় এগোনোর সাথে সাথেই চাপ বাড়াতে শুরু করেছিল প্রতিপক্ষ দল। এমনকি ম্যাচের শেষ লগ্নে দিয়াগো মাউরিসিও গোলের সহজ সুযোগ পেয়ে গেলেও ঠান্ডা মাথায় সেটি আটকে দেন এই ভারতীয় গোলরক্ষক। নাহলে হয়তো পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হত দুই দলকে।