Transfer Window: নতুন খবরে জমে উঠল ঈশানের দল বদল সংক্রান্ত জল্পনা

Ishan Pandita, the Indian footballer, possibly signing for ATK Mohun Bagan

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে ঈশান পান্ডিতিয়ার (Ishan Pandita) নতুন গন্তব্য। ঈশান এখনো কোনো ক্লাবে যোগ দান করেননি। কোন ক্লাবে যোগ দান করবেন সেটাই হল প্রশ্ন। শোনা যাচ্ছে দক্ষিণ ভারতের ইন্ডিয়ান সুপার লীগের দুটি ক্লাব প্রবলভাবে তাকে দলে নিতে আগ্রহী।

Read More: Transfer Window: এবার ঘর ভাঙতে চলেছে মোহনবাগানের!

   

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, ঈশান পান্ডিতিয়া যেতে পারেন দক্ষিণ ভারতে। ফুটবল মহলে জল্পনা ছিল, তাকে সই করানোর ব্যাপারে নতুন করে আগ্রহ দেখাতে শুরু করেছে চেন্নাইয়ন এফসি। তবে তিনি যে চেন্নাইতে যাচ্ছেন সেটা এখনও নিশ্চিত নয়। নিজের ভবিষ্যত্ নিশ্চিত করতে আরও কিছুটা সময় নিতে পারেন ঈশান। তবে ঈশানকে সই করানোর দৌড়ে এখনও রয়েছে কেরালা ব্লাস্টার্স। শেষ পাওয়া আপডেট অনুযায়ী চেন্নাইয়ন এফসি এবং কেরালা ব্লাস্টার্স এই তারকাকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে প্রবলভাবে।

ishan pandita

ভারতীয় ফুটবলারদের অনেকের থেকে ঈশান পান্ডিতিয়ার উত্থান অনেকটা আলাদা। বিদেশি ঘরানায় তার ফুটবল পাঠ। কেরিয়ারের শুরুর দিকে ছিলেন স্পেনে। পরে এসেছেন ভারতে। ২০২০-২১ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের গোয়ার ক্লাবে সই করেছিলেন। তারপর পারি দিয়েছিলেন জামশেদপুরে। পরপর দুটি মরসুমে নিয়মিত ছিলেন জামাদেপুর এফসির ফুটবলার। বেশ কিছু ম্যাচে মাঠে নামলেও প্রত্যাশা মতো খেলতে পারেননি। একজন স্ট্রাইকার হিসেবে পাননি আশানুরূপ গোল। তবুও তাকে নিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের প্রত্যাশা একটু বেশি। আগামী দিনে কোন ক্লাবে যান সে দিকে চোখ থাকবে সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন