Alipurduar: হাতির হানায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা এখনও মেলেনি

খাবারের খোঁজেই হয়ত বারবার হাতি ঢুকে পড়ে লোকালয়ে। খুদার জ্বালা যে বড়ই জ্বালা। কিন্তু হাতির হানায় অতিষ্ঠ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও ফালাকাটা ব্লকের বন লাগোয়া…

খাবারের খোঁজেই হয়ত বারবার হাতি ঢুকে পড়ে লোকালয়ে। খুদার জ্বালা যে বড়ই জ্বালা। কিন্তু হাতির হানায় অতিষ্ঠ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও ফালাকাটা ব্লকের বন লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ যে বনদফতরে জানিয়েও মেলেনি কোনও সুরাহা।

জানা গিয়েছে প্রতি রাতেই এই এলাকাগুলিতে হানা দিচ্ছে হাতি। মাঠে খাদ্যশস্য না পেলে বাড়ি বাড়ি হানা দিচ্ছে খাবারেরখোঁজে। বাড়ি বাড়ি হাতির দল হানা দিলে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকা। ঘর ভেঙে ধান-চাল খুঁজে বার করছে হাতি।

মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি ফরেস্টের চারিদিকে রয়েছে লোকালয়। লাগাতার দিনের পর দিন হাতির হানা চলছে মাদারিহাটের ছেকামারি, পশ্চিম মাদারিহাট, খয়েরবাড়ি, ইসলামাবাদ, ফালাকাটার দেওগাঁওয়ে। এই হাতির দলের মধ্যেই একটি দলছুট হাতির হানায় অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। সে একাই যেন একশো। একাই এলাকায় দাপাদাপি করে বেড়াচ্ছে সেই দলছুট দাঁতাল।

জানা যাচ্ছে যে সোমবার রাতে মধ্য দেওগাঁওয়ের একটি বাড়িতে হানা দেয় এই হাতিটি। বাড়ির সদস্যরা অল্পের জন্য রক্ষা পান। বাড়ি ঢুকে রীতিমত ভাঙচুর চালায় হাতিটি। ঘটনাটি ঘটে ৬ এপ্রিলে।

বন দফতরের মাদারিহাট রেঞ্জের দাবি যে ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং হাতি তাড়াতে রাতভর টহল দিচ্ছেন বনকর্মীরা। অপরদিকে ক্ষতিগ্রস্তদের অভিযোগ যে আবেদনের পরও মাসের পর মাস পেরিয়ে গেলেও ক্ষতিপূরণের টাকা মিলছে না।