মনোতোষ চাকলাদার কি যোগ দেবেন ইস্টবেঙ্গলে?

monotosh chakladar really comes to east bengal

সন্তোষ ট্রফির শুরু’র থেকেই নজরকাড়া ফুটবল খেলেছিলেন বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার (monotosh chakladar)। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল এসসি ইস্টবেঙ্গল।

Advertisements

ইস্টবেঙ্গলের তরফে মনোতোষ’কে প্রথমে কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডুরান্ড কাপে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল।তবে আইএসএলে খেলার সম্ভাবনা আছে ভেবে আপাতত সেই প্রস্তাবে মনোতোষ রাজি হননি বলেই জানানো হয়েছে।

Advertisements

তবে এখনই মনোতোষ’কে দলে পাওয়ার আশা ছাড়ছে না ইস্টবেঙ্গল,বৃহস্পতিবার বাংলা দলকে সম্বর্ধনা জানানো হয়েছিল লাল হলুদের তরফে,সেইদিন’ই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি মনোতোষের সাথে এবিষয়ে আলোচনা চালান,কিন্তু সেই আলোচনা’র ফল কি ইতিবাচক ? সূত্রের খবর অনুযায়ী আপাতত নিজের সিদ্ধান্তে অনড় থাকতে চাইছেন বাংলার উদীয়মান এই প্রতিভাবান ডিফেন্ডার।বর্তমানে তিনি অপেক্ষায় আছেন আইএসএলে খেলার প্রস্তাব পাওয়ার, এখন পরবর্তী সময়ে মনোতোষ সিদ্ধান্ত বদলান কিনা সেটাই দেখার বিষয়‌।