রোনাল্ডোকে নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার মুখে কি ম‍্যানচেস্টার ইউনাইটেড

Ronaldo

না ক্লাবের প্রাক্টিসে আসতে পারছেন, না যেতে পারছেন ক্লাবের সাথে প্রিসিজেন ট‍্যুরে।তবুও রোনাল্ডো (Ronaldo) সম্পর্কে আপাতত নমনীয়তা বজায় রাখছে ম‍্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।

শুক্রবার,থাইল্যান্ড যাচ্ছে এরিক টেন হ‍্যাগ কোচিনাধীন ম‍্যানচেস্টার ইউনাইটেড দল।এরপর অস্ট্রেলিয়া এবং পশ্চিমের দেশেও প্রস্তুতি ম‍্যাচ খেলবে তারা।কিন্তু এই সফরে যাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

   

আগামী মরশুমের চ‍্যাম্পিয়ান্স লিখে খেলবে না ম‍্যানচেস্টার ইউনাইটেড।তাই ক্লাব বদলাবেন বলে মনোস্থির করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।কিন্তু ম‍্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির একবছর এখনও বাকি আছে তার,এবং তাকে কিছুতেই ছাড়তে চাইছেনা তার ক্লাব।আর এখানেই যতো সমস্যার সূত্রপাত।

ব‍্যক্তিগত কারণে এখনও পরিবারের সাথে লিসবনে আছেন রোনাল্ডো।কিন্তু সূত্রের খবর ম‍্যান ইউ’তে খেলার আগ্রহ হারিয়েছেন তিনি।তার এজেন্ট জর্জ মেন্ডিস অন‍্যান‍্য ক্লাবের সাথে যোগাযোগ রাখছে।

এদিকে প্রিসিজেনের ব‍্যবসার অন‍্যতম মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।তিনি না সফরে না গেলে একটা বিরাট আর্থিক ক্ষতির মুখ দেখতে হবে ক্লাব’কে ।তবুও এই কারণে রোনাল্ডো’কে কোনও রকম ফাইন দিতে হচ্ছে না।কারণ ক্লাব তার সাথে এবিষয় আপোষ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।আপাতত ঘরের ছেলে’কে ঘরে রাখতেই বেশি তৎপর তারা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন