Partha Chatterjee: পার্থর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা বিজেপি রাজ্য সভাপতির

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সুকান্ত মজুমদারের স্ত্রীর বদলি সংক্রান্ত ভুল তথ্য দেওয়ার অভিযোগে ৫০ কোটি…

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ সুকান্ত মজুমদারের স্ত্রীর বদলি সংক্রান্ত ভুল তথ্য দেওয়ার অভিযোগে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে৷ এমনটাই সূত্র মারফত জানা গেছে৷

অভিযোগ, এর আগে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন সুকান্ত। সেই সময় মালদহের একটি সরকারী স্কুলে শিক্ষকতা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী। পরে সাংসদ হওয়ার পর বালুরঘাটেই থাকা শুরু করেন৷

তখন বদলির জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিজেপির তরফে শিক্ষিকা কোয়েলদেবীর বদলির আবেদন জমা পড়ে। এরপরই বালুরঘাটের সানাপাড়া হাইস্কুলে বদলি হয়ে যান সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েলদেবী। এমনটাই দাবি তৃণমূলের। সেই সময় অভিযোগ উঠেছিল সুকান্ত মজুমদারের স্ত্রী মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন৷

যদিও সুকান্ত মজুমদারের দাবি ছিল নিয়ম মেনেই বদল করা হয়েছে৷ কোনও সুপারিশ করা হয়নি। যে কোনও শিক্ষক মিউচুয়াল কথার অর্থ বলতে পারবেন৷ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকলেও শিক্ষা সম্পর্কে তাঁর ধারণা ছিল না৷ এখন আবার সুকান্ত মজুমদারের তরফে মানহানির মামলা দায়ের হতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।