East Bengal: লাল-হলুদের নজরে ইরাকের তারকা ডিফেন্ডার, চিনুন

Iraq's Defensive Sensation Mustafa Nadhim

এবারের ডুরান্ড কাপের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। প্রথম ডার্বি জয়ের পাশাপাশি একাধিক ক্ষেত্রে দলের রক্ষনভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন লাল-হলুদের অজি তারকা জর্ডন এলসে। নিজের জাত ও চিনিয়েছেন বহুবার। তবে ডুরান্ড ফাইনালটা খুব একটা সুখকর থাকেনি জর্ডন ও তার দলের পক্ষে। ডার্বি খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি।

Advertisements

যারফলে, আপাতত কয়েকমাস মাঠের বাইরেই থাকতে হবে এই তারকা ফুটবলারকে। যারফলে এবারের এই আইএসএলে অনেকটাই অনিশ্চিত এই তারকা ফুটবলার। সেজন্যই এবার বিকল্প ফুটবলার খোঁজা শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেক্ষেত্রে কে বা কারা আসতে পারেন এই লাল-হলুদ শিবিরে?

   

এক্ষেত্রে দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের স্মরণাপন্ন হয়েছে ইমামি ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এবারের এই নয়া ফুটবল মরশুমের জন্য তার পছন্দ করা বিদেশি ফুটবলারদের দলে টেনেছিল লাল-হলুদ। তাই এক্ষেত্রে দলের জন্য বিকল্প বাছাই করতে ও এই স্প্যানিশ কোচের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।

যতদূর জানা গিয়েছে, এক্ষেত্রে মোট দুজনের নাম উঠে এসেছে কুয়াদ্রাতের তরফ থেকে। যাদের মধ্যে একজনের নাম বর্তমানে সকলেই জানেন তিনি প্যালেস্টাইনের তারকা ডিফেন্ডার মোহাম্মদ সালাহ। আর অন্যজন হলেন ইরাকের দাপুটে ডিফেন্ডার মুস্তাফা নাদিম। দুজনের উচ্চতাই প্রায় ৬ ফুট ১ ইঞ্চির কাছাকাছি। তাছাড়া বাজার দর ও প্রায় সমান দুই ফুটবলারের।

তবে সমস্যা হল এখন কোনো ফুটবলারকে দলে সই করাতে হলে মূলত এশীয় কোটার অন্তর্গত হতে হবে তাকে। পাশাপাশি ফ্রি প্লেয়ার থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাকফুটে লাল-হলুদ শিবির। তবে যতদূর জানা গিয়েছে এখনো পর্যন্ত জর্ডনের উপর ভরসা রয়েছে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। তবে এই অজি তারকার চোট সারিয়ে মাঠে ফিরতে বেশকিছুটা সময় লাগবে জেনেও এখনো নতুন কোনো বিদেশি চূড়ান্ত করেনি লাল-হলুদ। তবে মোহম্মদ সালাহ’র সঙ্গে নাকি একপ্রস্থ কথাবার্তা সেরেছে ইমামি ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements