Calcutta League: কোন অঙ্কে সুপার সিক্সে যেতে পারে মোহনবাগান?

Calcutta League: গতবারের দাপুটে মরশুমের পর এবারও যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।

Mohun Bagan Supergiants

Calcutta League: গতবারের দাপুটে মরশুমের পর এবারও যথেষ্ট ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। মরশুমের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী দল তথা ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে খুশির আমেজ দলের সকল সমর্থকদের মধ্যে।

তবে এখানেই সব শেষ নয়, এবার হিরো আইএসএল থেকে শুরু করে হিরো সুপার কাপ ও এএফসি কাপের মতো ফুটবল টুর্নামেন্টে ও ভালো পারফরম্যান্স করতে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্টস দল। এছাড়াও রয়েছে কলকাতা লিগের মতো ফুটবল টুর্নামেন্ট। এক্ষেত্রে দুই প্রধানের তরফ থেকে জুনিয়র ফুটবল দল নামনো হলেও তাদের মধ্যে দিয়ে ও ট্রফি জিততে চাইবে মোহনবাগান দল। তবে গত কয়েকদিন আগে ইমামি ইস্টবেঙ্গল সুপার সিক্সে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেললেও এখনো অনিশ্চিত মোহনবাগান দল।

কিন্তু কোন অঙ্কে এই পর্যায়ে পৌঁছতে পারে মোহনবাগান? বর্তমানে যা পরিস্থিতি সেই অনুযায়ী এখনো পর্যন্ত ৩টি ম্যাচ বাকি বাস্তব রায়ের ছেলেদের। যার মধ্যে রয়েছে পিয়ারলেস, মহামেডান স্পোর্টিং ও কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। এই তিনটি ম্যাচে জয় পেলেই সুপার সিক্স নিশ্চিত বাগান ব্রিগেডের। যারমধ্যে এই সপ্তাহেই পিয়ারলেসের মুখোমুখি হবে মোহনবাগান।