Asia Cup: পাকিস্তানের মাটিতে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তান বনাম বাংলাদেশ, লাহোর। এশিয়া কাপের (Asia Cup) এই ম্যাচকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উত্তেজনা, জমা হয়েছিল আবেগ। বাঙালি এখনও ইতিহাস ভোলেনি।

Bangladesh Suffers Defeat on Pakistani Soil

পাকিস্তান বনাম বাংলাদেশ, লাহোর। এশিয়া কাপের (Asia Cup) এই ম্যাচকে কেন্দ্র করে তৈরি হয়েছিল উত্তেজনা, জমা হয়েছিল আবেগ। বাঙালি এখনও ইতিহাস ভোলেনি। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের (পূর্ব পাকিস্তান) ম্যাচের দিকে চোখ রেখেছিলেন অনেকে। প্রত্যাশা মতো হল না ম্যাচের ফলাফল।

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে হারল বাংলাদেশ। গদ্দাফি স্টেডিয়ামের উইকেটে ব্যাট করতে নেমে দুই দলের ক্রিকেটাররাই একটু অবাক হয়েছিল। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমেছিল। নতুন পিচ, নতুন বল, মুভমেন্ট হয়েছিল বেশি। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল শট বেছে নিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। যার ফলে পুরো পঞ্চাশ ওভার পর্যন্ত ব্যাট করতে পারেনি তারা। ৩৮.৪ ওভারে শেষ হয় প্রথম ইনিংস। বাংলাদেশের সংগ্রহ মাত্র ১৯৩ রান।

সহজ টার্গেট, দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগে চালকের আসনে চলে গিয়েছিল পাকিস্তান। ব্যাটের পাশাপাশি বল হাতেও সুবিধা করতে পারেননি পদ্মা পাড়ের ক্রিকেটাররা। শতরানের দিয়ে ছুটে চলেছিল পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হকের ইনিংস (৮৪ বলে ৭৮ রান)। হতাশ করেছেন বাবর আজম (২২ বলে ১৭ রান)। ইমামের সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে জয় উপহার দেন মহম্মদ রিজওয়ান (৭৯ বলে অপরাজিত ৬৩ রান)। তবে এদিন চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের হরিস রউফ। বাংলাদেশের হয়ে অধিনায়ক সাকিব আল হাসান মুশফিকুর রহমান করেছেন যথাক্রমে ৫৩ ও ৬৪ রান।

ম্যাচের এই ফলাফলের জন্য ভুল শট নির্বাচনকে কাঠগড়ায় তুলেছেন সাকিব আল হাসান। অন্য দিকে পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হকের মতে, যতটা মনে করা হয়েছিল উইকেট বল অনেক বেশি নড়াচড়া করেছে।