IPL Brand Value: আইপিএলের বর্তমান ব্র্যান্ড ভ্যালু শুনলে বিষম খাবেন

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-২০২৪-এর (IPL) নিলাম। যার জন্য ৩৩৩ জন খেলোয়াড় নিজেদের নিবন্ধন করলেও এর মধ্যে মাত্র ৭৭ জন খেলোয়াড় নিলামে…

IPL Brand Value

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল-২০২৪-এর (IPL) নিলাম। যার জন্য ৩৩৩ জন খেলোয়াড় নিজেদের নিবন্ধন করলেও এর মধ্যে মাত্র ৭৭ জন খেলোয়াড় নিলামে দল পাবেন। আবারও নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকার দর দিতে যাচ্ছে। আইপিএলকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টি-টোয়েন্টি লিগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু জানেন কি এই মুহূর্তে আইপিএলে কতটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে?

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি!  

ব্র্যান্ড ভ্যালুয়েশন কনসালটেন্সি ব্র্যান্ড ফাইন্যান্স এক প্রতিবেদনে জানিয়েছে, আইপিএল ২০২৩ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মোট ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ২৮ শতাংশ। বর্তমানে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ১০.৭ বিলিয়ন ডলার অর্থাৎ ৮৯,২৩২ কোটি টাকা। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: Pro Kabaddi League: ৬০ পয়েন্ট নিয়ে একতরফা জয় বেঙ্গল ওয়ারিয়র্সের 

এরপর থেকেই আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ক্রমাগত বাড়তে থাকে। আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ক্রমাগত বৃদ্ধির কৃতিত্ব স্টেডিয়ামগুলিতে বিপুল সংখ্যক দর্শক, ইন্টারনেট, অন্যান্য মাধ্যমে আইপিএল ম্যাচগুলির উচ্চ চাহিদা এবং মেগা-মিডিয়া অংশীদারিত্বকে দেওয়া হয়। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি। মুম্বইয়ের ব্র্যান্ড মূল্য বর্তমানে ৭২৫ কোটি টাকা।

আরও পড়ুন: Steve Herbots: মোহনবাগানের জেতা ম্যাচে বিস্ফোরক অভিযোগ 

নিলামের আগে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তন মুম্বই ইন্ডিয়ান্সকে আরও শক্তি বাড়িয়েছে। রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। তবে গত দুই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না। এমন পরিস্থিতিতে এবার নতুন উদ্যমে আইপিএলে নামবে দলটি।

IPL দলগুলির সেরা ব্র্যান্ড ভ্যালু:
• মুম্বই ইন্ডিয়ান্স – ৭২৫ কোটি টাকা
• সিএসকে – ৬৭৫ কোটি টাকা
• কেকেআর – ৬৫৭ কোটি টাকা
• আরসিবি – ৫৮২ কোটি টাকা