IPL : ফের হার সানদের, প্লে-অফের দোরগোড়ায় আরসিবি

IPL : ওপেন করতে নেমে দুই ম্যাচে রানের মুখ দেখেছিলেন বিরাট কোহলি। কিন্তু এদিন আবার গোল্ডেন ডাক। তবে ফাফ ডু প্লেসির অধিনায়কোচিত ইনিংসে ভর করে…

IPL : ওপেন করতে নেমে দুই ম্যাচে রানের মুখ দেখেছিলেন বিরাট কোহলি। কিন্তু এদিন আবার গোল্ডেন ডাক। তবে ফাফ ডু প্লেসির অধিনায়কোচিত ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে বিরাট রান তুলল আরসিবি। আর সেই রানের পাহাড়ে চাপা পড়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ৬৭ রানের বিশাল ব্যবধানে জিতে প্লে-অফের দরজায় কড়া নাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মাত্র ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ফাফ। বিরাট ছাড়া তাঁকে সঙ্গ দিলেন প্রায় সকলেই। তরুণ রজত পাতিদার ৩৮ বলে করলেন ৪৮ রান। ম্যাক্সওয়েল করেন ২৪ বলে ৩৩ রান। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন দীনেশ কার্তিক। মাত্র ৮ বলে অবিশ্বাস্য ৩০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন ডিকে। আরসিবি ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে উঠল ১৯২ রান। বিরাটের মতোই এদিনও ব্যর্থ উমরান মালিক। দুই ওভার হাত ঘুরিয়ে কাশ্মীর এক্সপ্রেস দিলেন ২৫ রান।

জবাবে ১৯.২ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে গেল সানরাইজার্স। প্রথম ওভারেই ফিরে যান দুই ওপেনার কেন উইলায়মসন এবং অভিষেক শর্মা। দু’জনেই খাতা খুলতে ব্যর্থ। একমাত্র রাহুল ত্রিপাঠী ছাড়া আর কেউই নজর কাড়তে পারলেন না সানদের ব্যাটিং লাইনআপে। ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেললেও, দলকে জেতাতে পারেননি প্রাক্তন নাইট ত্রিপাঠী। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা চার ওভার বল করে একটি মেডেন সহ মাত্র ১৮ রানের বিনিময়ে একাই নিলেন ৫টি উইকেট। হ্যাজেলউড নেন দুটি।