IPL : বিধ্বংসী উমেশ, বিস্ফোরক রাসেল, বিধ্বস্ত পাঞ্জাব

IPL : জয়ের সরণীতে ফিরল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শুক্রবার ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে হেলায় হারাল কেকেআর। উমেশ যাদবের (Umesh Yadav) দুরন্ত গতিতে কুপোকাত প্রতিপক্ষ। আন্দ্রে রাসেল (Andre Russell) বল পাঠালেন সীমানার বাইরে।

Advertisements

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা। মুম্বাইয়ে এই মাঠে রসদ ছিল পেস বোলারদের জন্য। তাই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে দেরি করেননি নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। বোলাররা মান রেখেছেন ক্যাপ্টেনের।

প্রথম ওভারেই পাঞ্জাবের উইকেট পতন। উমেশ যাদবের বলে এলবিডব্লিউ কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। তিন নম্বরে নেমে ভানুকা রাজাপক্ষ দলের স্কোরবোর্ড সচল করার চেষ্টা করেছিলেন । এদিনের ম্যাচে পাঞ্জাবের হয়ে তিনিই সবথেকে বেশি রান করেছেন। ৯ বলে ৩১ রান। তিনটি চার এবং তিনটি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ৩৪৪.৪৪। নিচের দিকে নেমে কাগিসো রাবাদা করেছেন ১৬ বলে ২৫। ১৮.২ ওভারে দশ উইকেটের বিনিময়ে পাঞ্জাবের স্কোর ১৩৭। বল হাতে দুরন্ত উমেশ নিয়েছেন চার উইকেট।

Advertisements

দ্বিতীয় ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে নাইট ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারেননি। ৫১ রানের মাথায় দল হারিয়েছিল চারটি উইকেট। কলকাতা নাইট রাইডার্সকে জয় উপহার দেন আন্দ্রে রাসেল। বল হাতে নিয়েছিলেন একটি উইকেট। ব্যাট হাতে বিধ্বংসী। ছয়ের বন্যা বইয়ে দিয়েছিলেন ওয়াংখেড়েতে। ৩১ বলে অপরাজিত ৭০ রান। মেরেছেন দু’টি চার, আটটি ছয়। ১৪.৩ ওভারে জয় ছিনিয়ে নেয় কেকেআর।