ধর্ষণের দায়ে IPL, Big Bash League খেলা ক্রিকেটারের ৮ বছরের জেল

আইপিএল, বিগ ব্যাশ লীগের (IPL, Big Bash League) মতো বিশ্বের বড় টুর্নামেন্টে ম্যাচ খেলা নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানেকে (Sandeep Lamichhane) ধর্ষণের দায়ে…

Sandeep Lamichhane

আইপিএল, বিগ ব্যাশ লীগের (IPL, Big Bash League) মতো বিশ্বের বড় টুর্নামেন্টে ম্যাচ খেলা নেপাল ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানেকে (Sandeep Lamichhane) ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধর্ষণের অভিযোগে সন্দীপকে আট বছরের কারাদণ্ড দিয়েছে কাঠমান্ডুর একটি আদালত। একই সঙ্গে তাকে জরিমানাও করেছে আদালত।

Advertisements

২০২২ সালের ২১ আগস্টে তিলগঙ্গার একটি হোটেলে এক মহিলাকে ধর্ষণের দায়ে সন্দীপ লামিচানেকে দোষী সাব্যস্ত করেছে কাঠমান্ডু জেলা আদালত। আদালত নেপালি ক্রিকেটারকে আট বছরের কারাদণ্ড দিয়েছে। মামলাটি প্রায় ২ বছরের পুরনো। ২০২২ সালের ২১ আগস্ট মাসে তিলগঙ্গার একটি হোটেলে ওই মহিলাকে ধর্ষণের অভিযোগে লামিচানেকে গ্রেফতার করে পুলিশ।

   

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালত তাকে শুধু আট বছরের কারাদণ্ডই দেয়নি, তিন লাখ টাকা জরিমানাও করেছে। ক্ষতিপূরণ হিসাবে ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

২০২২ সালের ৬ সেপ্টেম্বর ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। যার ফলে লামিচানের জীবনে বড় ধরনের পরিবর্তন আসে। ২০২২ সালের ৬ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পথে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ খেলে দেশে ফিরছিলেন সন্দীপ। অভিযুক্ত ক্রিকেটারের দাবি ছিল, ঘটনার সময় তিনি ছিলেন কিশোর। তবে আদালত সন্দীপের এই দাবি প্রত্যাখ্যান করেছে।