৪০০ লিটার কেরোসিন সহ গাড়ি বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা, খেজুরি: রাতের অন্ধকারে গাড়িতে করে কেরোসিন তেল পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ল এক পাচারকারী যুবক। গাড়ি সহ ৪০০ লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত…

নিজস্ব সংবাদদাতা, খেজুরি: রাতের অন্ধকারে গাড়িতে করে কেরোসিন তেল পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ল এক পাচারকারী যুবক। গাড়ি সহ ৪০০ লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে তালপাটি উপকূল থানার ভাঙাবেড়া ব্রীজ সংলগ্ন এলাকায়।

তালপাটি উপকূল থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাচারকারী যুবক বাসুদেব জানা। তার বাড়ি নন্দীগ্রাম থানার সোনাচূড়া এলাকার বাসিন্দা। বুধবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, রাজনৈতিক আঁতুড়ঘর পূর্ব মেদিনীপুরের খেজুরি ও নন্দীগ্রাম। পুলিশের নজরদারি চালায় ২৪ ঘণ্টা। মঙ্গলবার গভীর রাতে নন্দীগ্রাম থেকে একটি গাড়িতে করে কেরোসিন তেল নিয়ে ভাঙাবেড়া ব্রিজ হয়ে খেজুরির দিকে আসছিল।

নৈশ্য টহলদাবি পুলিশের সন্দেহ হলে কাগজপত্র দেখতে চান। কোন কাগজপত্র দেখাতে পারেনি ওই যুবক। তারপরেই ৪০০ লিটার কেরোসিন তেল সহ গাড়িটি বাজেয়াপ্ত করে ও অভিযুক্তকে গ্রেফতার করে।

তালপাটি উপকূল থানার ওসি চন্দ্রকান্ত শ্যাসমল বলেন, ‘‘গভীর রাতে প্রতিদিনের মতোন ভাঙাবেড়া ব্রিজ কাছে নাকা চেকিং চলছিল। সন্দেহ যেন একটি গাড়ি এলে আটকানো হয়। গাড়ি থেকে ৪০০ লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করা হয়। কোন কাগজপত্র দেখাতে পারেনি। তারপরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷’’