আনক্যাপড প্লেয়ার রিটেনশনে নতুন নীতি, বিপাকে ধোনি সহ ৫ অভিজ্ঞ তারকা

আইপিএল ২০২৫-এর জন্য সব দলকে ৩১ অক্টোবরের মধ্যে তাদের রিটেনশন তালিকা বিসিসিআই-কে জমা দিতে হবে। এবার আনক্যাপড প্লেয়ার নিয়মের প্রত্যাবর্তনে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে আনক্যাপড…

IPL 2025: 5 Indian Cricket Legends Likely to Be Retained as Uncapped Players, Including MS Dhoni and Amit Mishra

আইপিএল ২০২৫-এর জন্য সব দলকে ৩১ অক্টোবরের মধ্যে তাদের রিটেনশন তালিকা বিসিসিআই-কে জমা দিতে হবে। এবার আনক্যাপড প্লেয়ার নিয়মের প্রত্যাবর্তনে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধরে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষত মহেন্দ্র সিং ধোনি যিনি ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচটি ২০১৯ সালে খেলেছিলেন, তিনিও এই নিয়মের আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ভারতীয় বোর্ডের এই আনক্যাপড নিয়মের মধ্যে নিজেদের আক্ষরিক মূল্য হারিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ম্যাচে না খেলার কারণে সিএসকে তাকে আনক্যাপড হিসেবে ধরে রাখবে এবং এর জন্য ধোনি ৪ কোটি টাকা পারিশ্রমিক পাবেন (IPL 2025 Retained Players List)।

তবে শুধু ধোনিকেই এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এমনটা নয়। গুজরাট টাইটানসের হয়ে খেলা মোহিত শর্মাও এই নিয়মের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১৫ সালের পর আর ভারতীয় দলে ফিরতে পারেননি মোহিত। । ২০২৩ থেকে আইপিএল-এ গুজরাটের হয়ে খেলা এই বোলার এবার আনক্যাপড হিসেবে রিটেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি গত সিজনে মোট ১৩টি উইকেট সংগ্রহ করেছিলেন।

   

এছাড়াও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা সন্দীপ শর্মাও ২০১৫-এর পর আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি। তাই রাজস্থান রয়্যালসও তাকে আনক্যাপড হিসেবে ধরে রাখতে পারে। তবে তাতে আখেরে খুব একটা লোকসান হচ্ছে না সন্দীপের। আনক্যাপড খেলোয়াড় হিসেবে থাকলেও আইপিএল ২০২৪-এর তুলনায় ৮ গুণ বেশি বেতন পাবেন সন্দীপ।

বুমরাকে সরিয়ে টেস্টের এক নম্বর বোলার হলেন রাবাদা

এদিকে পীযূষ চাওলা, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০২৩ সালে আইপিএল-এ ফিরে শেষ দুই সিজনে মোট ৩৫টি উইকেট শিকার করেছিলেন। অভিজ্ঞ এই স্পিনার সর্বশেষ ভারতীয় দলের হয়ে ২০১২ সালে খেলেছেন। তাই তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। অন্যদিকে, অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র, যিনি ১৫০-এরও বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন, ২০১৭-এর পর আর দেশের হয়ে খেলেননি। গত সিজনে এলএসজি-র হয়ে তিনি মাত্র একটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এবং একটি উইকেট নিয়েছিলেন। তাঁকেও দেখা যেতে পারে আনক্যাপড খেলোয়াড় হিসেবে (IPL 2025 Retained Players List)।