আইপিএল ২০২৪ (IPL 2024)-এ এখনও পর্যন্ত ২৭টি ম্যাচ খেলা হয়েছে। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে একটি দল। ইনজুরিতে পড়েছেন এই দলের এক তারকা খেলোয়াড়, অধিনায়কও বটে। এই টিমের ক্রিকেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তাঁর চোট নিয়ে বড় আপডেট দিয়েছেন। জানিয়ে দিয়েছেন কত দিন মাঠের বাইরে থাকতে হবে এই খেলোয়াড়কে।
রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ হয়েছিল। পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এই ম্যাচে খেলেননি। কাঁধের চোটে ভুগছেন তিনি। রাজস্থান রয়্যালসের কাছে হারের পর পাঞ্জাব কিংসের হেড অফ ক্রিকেট ডেভেলপমেন্ট সঞ্জয় বাঙ্গার ইঙ্গিত দিয়েছিলেন যে কাঁধের চোটের কারণে অধিনায়ক শিখর ধাওয়ানকে কমপক্ষে সাত থেকে দশ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এমন পরিস্থিতিতে সামনের ম্যাচগুলোতে দলের অংশ হতে পারবেন না তিনি।
KKR vs LSG: সবুজ মেরুন জার্সিতে অভিষেক হল ক্যারিবিয়ান তারকার
বাঙ্গার বলেছেন, ‘শিখরের মতো অভিজ্ঞ ওপেনার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখবো ওর চিকিৎসায় যেন কোনও ত্রুটি না হয়। এই মুহূর্তে মনে হচ্ছে অন্তত সাত থেকে দশ দিন খেলতে পারবে না।’
মরসুমের শুরুতে হওয়া অধিনায়কদের বৈঠকে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছিলেন জিতেশ শর্মা। কারণ ধাওয়ান জ্বরের কারণে মুল্লানপুরে ফিরে গিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে, রয়্যালসের বিরুদ্ধে টসের জন্য স্যাম কারানের আগমন অনেকের কাছেই ছিল বিস্ময়কর ব্যাপার। বাঙ্গার এ ব্যাপারে বলেছেন, ‘গত বছরও দলকে নেতৃত্ব দিয়েছেন স্যাম।’
KKR vs CSK ম্যাচের আগে ধোনিকে ‘সবচেয়ে সফল অধিনায়ক’ বললেন গম্ভীর
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে পাঞ্জাবকে ৩ উইকেটে হারতে হয়েছে। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে পাঞ্জাব কিংস। ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।