HomeSports NewsIPL 2023: আজও ফাইনাল না হলে ট্রফি গুজরাটের

IPL 2023: আজও ফাইনাল না হলে ট্রফি গুজরাটের

- Advertisement -

আইপিএল (IPL 2023) ইতিহাসে এই প্রথম কোনো সংরক্ষিত দিনে (রিজার্ভ ডে) ফাইনাল হতে চলেছে। রবিবার আহমেদাবাদে তুমুল বৃষ্টি হওয়া পাঁচ ওভারও খেলানো সম্ভব হয়নি আম্পায়ারদের। অতএব, এই বছর “সুপার ওভার” না এলেও “রিজার্ভ ডে” আসছে। জানা গেছিল যে দু’দল কম করে এক এক দল পাঁচ ওভাও যদি খেলতে না পারে, তাহলে সোমবার, অর্থাৎ আজ খেলা হবে ফাইনাল।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজওম সকালে সারাদিন রোদ থাকলেও বিকেল থেকে মেঘ করার সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সে ক্ষেত্রে ২০ ওভার খেলানো সম্বভ রু দলকেই। কিন্তু, তাও যদি বৃষ্টি আসে, নিয়ম বদলাচ্ছে না কিছুই। বৃষ্টি হয়েও যদি ৯:৩০ এর মধ্যে খেলা শুরু করা যায়, তবে ওভারের কোনো কাঁটা ছেড়া হবে না। কিন্তু সেই সময়ের পরে শুরু হলে ওভার আস্তে আস্তে কমতে থাকবে।

Advertisements

ম্যাচ শুরু হতে যদি ১১:৫৬ বেজে যায়, তবে দুই দলই খেলবে পাঁচ ওভার করে। কিন্তু যদি ভোর রাতে অর্থাৎ ০১:২০ নাগাদ খেলা শুরু কযানো যায়, তবে “সুপার ওভার” খেলিয়ে বিজেতা নির্ণয় করা হবে।

আরো জানা জানা যায় যে, বৃষ্টির জন্য যদি একটি ওভারও না খেলা যেতে পারে, তার জন্য রয়েছে অন্য অঙ্ক। আইপিএলে লিগ টেবিলে প্লে অফের আগে পর্যন্ত যে দল সবার উপরে ছিল, সেই পাবে টাটা আইপিএলের ট্রফি। প্লে অফের আগে অবধি হার্দিক পান্ড্যের গুজরাট টাইটানস ছিল এক নম্বর স্থানে। তাহলে হিসেব মতো, বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ট্রফি তুলে নেবে গুজরাট টাইটানস।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ