IPL 2022: ব্যাটে-বলে রাজস্থানের তাণ্ডব, বিধ্বস্ত হায়দরাবাদ

গত আইপিএলে (IPL 2022) মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।(SunRisers Hyderabad) মাত্র তিনটি ম্যাচ জিতে লিগ পর্ব শেষ করেছিল লাস্ট বয় হয়ে। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে…

SunRisers Hyderabad lost to Rajasthan Royals

গত আইপিএলে (IPL 2022) মুখ থুবড়ে পড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।(SunRisers Hyderabad) মাত্র তিনটি ম্যাচ জিতে লিগ পর্ব শেষ করেছিল লাস্ট বয় হয়ে। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হয়েছিল সানরা।

কিন্তু গতবার যেখানে শেষ করেছিল, এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করল কেন উইলিয়ামসন অ্যান্ড কোং। প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেল তারা। ৬১ রানের বিশাল ব্যবধানে সঞ্জু ব্রিগেডের কাছে হার মানল হায়দরাবাদ

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। প্রথম দুই ওভার দেখে মনে হয়েছিল, তিনি হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কিন্তু তারপরই উলটে যায় সহ হিসাব-নিকেষ। যশস্বী জসওয়াল ও জস বাটলার ঝড় তোলেন বাইশগজে। আর এই টপগিয়ার বজায় থাকে ইনিংসের একেবারে শেষ পর্যন্ত। সকলেই দলের হয়ে অবদান রাখেন।

তবে সর্বোচ্চ রান আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। মাত্র ২৭ বলে ৫৫ রান করেন তিনি। এছাড়া জসওয়াল (১৬ বলে ২০), বাটলার (২৮ বলে ৩৫), দেবদত্ত পালিক্কাল (২৯ বলে ৪১) সকলেই অবদান রাখেন দলের হয়ে। শেষ দিকে ঝড় তোলেন শিমরন হেটমেয়ার। ১৩ বলে ৩২ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান তোলে রাজস্থান।

পাহাড় প্রমাণ রান মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে হায়দরাবাদ। একটা সময় তো মনে হচ্ছিল কোনও লজ্জার রেকর্ড গড়তে চলেছে তারা। কিন্তু ব্যাট হাতে ওডেন মারক্রাম এবং ওয়াশিংটন সুন্দর কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় শেষ পর্যন্ত ১০০-র গণ্ডি টপকায় তারা। তবে হায়দরাবাদের এই ব্যাটিং লাইন যে পুরো টুর্নামেন্টেই ভোগাতে পারে, তার আভাস হয়তো পেয়ে গিয়েছেন সমর্থকরা। মাত্র ৯ রানে ৩ বা ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল হায়দরাবাদ।

আট নম্বরে নেমে ১৪ বলে মারকাটারি ৪০ রান করেন সুন্দর। ব্যাট হাতে সবথেকে উজ্জ্বল ছিলেন মারক্রাম। অর্ধশতরানের গণ্ডি টপকান তিনি। প্রোটিয়া তারকা ৪১ বলে অপরাজিত থাকেন ৫৭ রান করে। রয়্যালসের হয়ে চাহাল তিনটি এবং বোল্ট ও প্রসিদ্ধ দুটি করে উইকেট নেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থমকে যায় হায়দরবাদারে ইনিংস।