একপেশে ম্যাচ (IPL 2022) হল ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। রবিবার সাত বল বাকি থাকতেই পাঞ্জাব কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs SRH)।
Advertisements
উমরান মালিকদের বিরুদ্ধে এদিন শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছিল পাঞ্জাবের ব্যাটিং লাইন আপকে। নতুন বল হাতে প্রথমে উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তিনটি উইকেট নিয়েছেন তিনি। কুমার এবং মালিক দুজনে নিয়েছেন মোট সাতটি উইকেট। উমরান একই ওভারে নিয়েছিলেন তিনটি উইকেট। ছিল হ্যাটট্রিক করার সুযোগ।
পাঞ্জাবের হয়ে একমাত্র উল্লেখযোগ্য রান করেছেন লিভিংস্টন। ৩৩ বলে ৬৬ রান করেছেন তিনি।
Advertisements
ব্যাট হাতে দলগত পারফরম্যান্স হায়দরাবাদের। টার্গেট স্কোর ১৫২ রান তুলতে বেগ পেতে হয়নি তাদের। সাত বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর করেছেন মার্করাম, ২৭ বলে ৪১ রান।


