IPL 2022 : বুধবার এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হিসেবে পরিচিত কামিন্স নিজেও হতবাক। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (KKR vs MI) ১৫ বলে করেছেন ৫৬ রান।
ম্যাচ শেষের সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান তারকা বলেছেন, ‘আমি নিজেই অবাক। হয়তো বাকিদের থেকেও আমি অনেক বেশি বিস্মিত। চালিয়ে খেলার চেষ্টা করেছিলাম মাত্র। খুব বেশি কিছু ভেবে ব্যাট ঘোরাইনি।’
মাত্র চোদ্দো বলে অর্ধশতরান করেছেন প্যাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরি। লোকেশ রাহুলের নামের পাশেও রয়েছে এই একই রেকর্ড। চার ওভার বাকি থাকতেই মুম্বাই ইন্ডিয়ান্সের ১৬১ রানের ইনিংস তাড়া করেছে কলকাতা নাইট রাইডার্স।
কামিন্স আরও বলেছেন, ‘লিগের প্রথম ম্যাচেই এমন ইনিংস খেলতে পেরে খুশি। মাঠের কম দূরত্বের সীমানা লক্ষ্য করে শট খেলার চেষ্টা করেছিলাম। মেগা নিলামের পর অনেক কিছুই বদলেছে। দলের তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে। ছেলেদের সঙ্গে ফুরফুরে মেজাজে রয়েছি।’