Ukraine War: কিয়েভ অধরা, বিখ্যাত রুশ সেনা কি আদৌ সমরকুশলী?

হামলা চালিয়েও পিছিয়ে আসা এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ শহর দখল করতে না পারা নাকি ইচ্ছাকৃত এমন পদক্ষেপ! এরকই একরাশ প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে।  ইউক্রেনের বুচা…

হামলা চালিয়েও পিছিয়ে আসা এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ শহর দখল করতে না পারা নাকি ইচ্ছাকৃত এমন পদক্ষেপ! এরকই একরাশ প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক মহলে। 

ইউক্রেনের বুচা শহরে গণহত্যা চালিয়েছে রুশ সেনা। আর কিয়েভ থেকে সরে এসেছে তারাই। কেন এমন আচরণ রাশিয়ার, উঠছে এমন প্রশ্ন। অথচ হামলার শুরুতেই ইউক্রেনের বিমানবাহিনীকে ধংস করে দেয় রাশিয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশারদদের দাবি, ইউক্রেনের রাজধানী দখল করতে না পারা গত কয়েক বছরের মধ্যে রাশিয়ার বড় সামরিক পরাজয়। ইউক্রেন দখলের লড়াই রুশ সেনারা শুরু করেছিল দুর্বলভাবে এবং সেখান থেকে পরিণতি আরও খারাপের দিকে গেছে। টানা কয়েকদিন চেষ্টার পর ব্যর্থ হয়ে রুশ সেনারা কিয়েভ দখল থেকে পিছু হটে।

হতাশা থেকে ইউক্রেনে নতুন সামরিক লক্ষ্যের কথা জানিয়েছে রাশিয়া। আর তাতে কিয়েভ নয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভুত করার কথা বলা হয়েছে। এটিকে অনেকেই রাশিয়ার পরাজিত হয়ে মুখ রক্ষার চেষ্টা হিসেবে মনে করছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন সীমান্তে কয়েক মাস ধরে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন এবং প্রস্তুতির পর ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভেঙে পড়ে ইউক্রেনের প্রতিরক্ষা।

এরপর রুশ সেনাদের অপর অংশগুলো ইউক্রেনজুড়ে হামলা চালায়। পূর্বাঞ্চলীয় খারকিভ থেকে শুরু করে কৃষ্ণ সাগর উপকূলের ডনবাস অঞ্চলেও ছড়ায় সংঘাত। কিন্তু ইউক্রেনের জাতীয় শক্তির প্রধান কেন্দ্র কিয়েভ ছিল তাদের মূল লক্ষ্য। তাই যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই রুশ অভিজাত বাহিনীকে তা দখলের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সংখ্যায় ও অস্ত্রে দুর্বল ইউক্রেনের সেনাবাহিনীকে দ্রুত পরাজিত করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন পুতিন।

ইউক্রেনীয় প্রতিরোধ মোকাবিলায় রাশিয়ার প্রস্তুতি ছিল দুর্বল। এতে প্রমাণিত হয়েছে তারা পিছিয়ে পড়ার পর সমন্বয় করতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে আকাশ ও স্থলপথে কার্যকর হামলা। আকাশসীমা রক্ষায় ইউক্রেনের সামর্থ্য কে খাটো করে দেখেছে তারা। এছাড়া রসদ সরবরাহের পরিকল্পনা ও তা বাস্তবায়নের মতো মৌলিক সামরিক কাজ নিয়ে সংকটে পড়েছে।

ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির সামরিক ইতিহাস বিষয়ের অধ্যাপক এবং অবসরপ্রাপ্ত কর্নেল পিটার মনসুর বলেন, কোনও দেশ দখল করার ক্ষেত্রে এমনটি সত্যিকার অর্থে খারাপ সমন্বয়।