IPL 2022:টিকিটের পরিসংখ্যান দেখে আগেই বোঝা গিয়েছিল, মঙ্গলবার গমগম করবে ইডেন। হলও তাই। নিজের পরিচিত পুরনো ফর্মে ফিরল ক্রিকেটের নন্দন কানন। প্রায় ৫০ হাজার ক্রিকেটপ্রেমীদের চিৎকারে গর্জে উঠল ময়দান চত্বর। শহরের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স নেই। কিন্তু তাতে কী! হাফ লক্ষ দর্শক মাঠমুখী হয়েছেন শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে।
তাদের নিরাশ করলেন না সঞ্জু স্যামসন, জস বাটলার, হার্দিক পান্ডিয়ারা। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও, বরুণ দেবের যাবতীয় তর্জন-গর্জন শেষ হয়ে গিয়েছিল সকালেই। আসলে বরুণদেবও এত নির্দয় হবেন কী করে! ৫০ হাজার মানুষের স্বপ্ন করতে চাননি তিনিও।
প্রথমে ব্যাট করে নামে রাজস্থান রয়্যালস। শুরুতেই যশস্বী জসওয়ালের উইকেট হারায় তারা। কিন্তু অধিনায়ক সঞ্জু নেমেই ঝড় তোলেন। তখন অবশ্য বাটলার নীরব দর্শক। দেবদত্ত পালিক্কাল নেমে যখন ব্যাট চালাচ্ছিলেন, বাটলার তখনও থিতু হওয়ার সময় নিচ্ছেন। কিন্তু আর কতক্ষণ! অবশেষে ইডেনের বাইশগজ বেছে নিলেন বাটলারকেই। গোটা তিনেক ক্যাচ মিস, পায়ের ফাঁক দিয়ে বল গলে যাওয়া, ক্রিকেটে তো এসব লেগেই থাকে। এদিন বাটলারের ক্ষেত্রেও তাই ঘটল। ভাগ্যের সাহায্য দারুণ ভাবে পেলেও, ৫৬ বলে ৮৯ রানের মারকাটারি ইনিংস খেলে দর্শকদের টিকিট কাটাটা শেষ পর্যন্ত সার্থক করে দিয়ে গেলেন ইংরেজ তারকা। তাঁর দাপটে ৬ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলল রাজস্থান।
এদিন ইডেনের দুই ঘরের ছেলে মহম্মদ সামি এবং ঋদ্ধিমান সাহা পুরোপুরি ব্যর্থ। বল হাতে মাত্র একটি উইকেট পান সামি। আর ঋদ্ধি তো খাতাই খুলতে পারলেন না। বাংলার এই উইকেটরক্ষক দ্রুত ফিরলেও, ইডেনের পাটা পিচে শুভমন গিল এবং ম্যাথু ওয়েড প্রাথমিক বিপর্যয় সামাল দেন। পরিচিত পরিবেশে ভুল বোঝাবুঝির জেরে প্রাক্তন নাইট গিল ফেরার আগে করে যান ২১ বলে ৩৫ রান। ওয়েডও ৩৫ রান করেন। তবে তিনি নেন ৩০টি বল। তবে এই দুই ব্যাটার জয়ের স্বপ্ন দেখিয়ে দিয়ে যান গুজরাট টাইটান্সকে। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ডেভিড মিলার দলকে টেনে নিয়ে যান জয়ের দিকে। ৩৫ বলে দুরন্ত হাফসেঞ্চুরি পূরণ করেন মিলার।
শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। প্রাক্তন নাইট প্রসিদ্ধ কৃষ্ণার প্রথম তিন বলে ছক্কা্র হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন প্রোটিয়া তারকা। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে চলে যায় টাইটান্সরা। হার্দিক অপরাজিত থাকেন ২৭ বলে ৪০ রান করে। ৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন মিলার।