সদ্য ধুমধাম করে জন্মদিন পালন করতে দেখা গিয়েছে কৌশানী মুখোপাধ্যায়কে (kaushani mukherjee)। জন্মদিনের পার্টিতে নাচে গানে মাতিয়ে রেখেছিলেন তিনি। উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বনিকেও (kaushani mukherjee)। কয়েকদিন আগেই ছিল জল্পনা তুঙ্গে। তাঁদের নাকি সম্পর্কে ভাঙ্গন ধরেছে। টলিপাড়ায় কান পাতলেই বিষয়টা হয়ে যায় ভিন্ন। না, ব্রেকআপ নয় দিব্যি ভালই আছেন তাঁরা।
ফলে সেই জল্পনায় জল ঢেলে তাঁরা আবারও প্রমাণ করলেন তাঁদের সম্পর্কের গভীরতা। পর্দায় অতীতে একাধিকবার দেখা মিললেও সম্প্রতি কোনও নতুন ছবির খবর এখনও অবধি দেননি এই জুটি। করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে চলচ্চিত্র জগৎ। একে একে মুক্তি পাচ্ছে ছবি। সেই প্রতিযোগিতায় গা না ভাসিয়ে বরং একান্ত কিছুটা ছুটি কাটাতে এবার মলদ্বীপে পাড়ি দিলেন বনি ও কৌশানী। জন্মদিনের পোস্ট সেলিব্রেশন বললে খুব ভুল বলা হবে না। একাধিক ফ্রেমে ভাইরাল হয়ে উঠলেন কৌশানী। টু-পিসে নজর কাড়লেন সমুদ্র সৈকতে। যদিও বনির প্রোফাইলে সেভাবে ছবি মিলল না। বর্তমানে ভক্তরা সেই রোম্যান্সেই বুঁদ।
গতিতে ভাইরাল পোস্টও। প্রথমটায় খানিক ট্রোলের শিকার হলেও এখন কৌশানি সমালোচনাকে পাশ কাটিয়ে দিব্য চলতে জানেন, তাই শুভেচ্ছাব্রাতয় ভরে উঠল নেট দুনিয়ার পাতায়। বনি-কৌশানীর সম্পর্কের মেলবন্ধন প্রথম থেকেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। অবসরে তাঁরা মাঝে মধ্যেই ভ্রমণে গা ভাসিয়ে দিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। সেলেব দুনিয়ার ফেভারিট ডেস্টিনেশনই নিলেন তাঁরা বেছে। আর সেখানেই এখন সময় ছুটি কাটাচ্ছে জুটি।