IPL 2022 : সহজ জয় আরসিবির, এখনও পয়েন্ট এল না রোহিতের ঝুলিতে

শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচ (IPL 2022) সাক্ষী থেকে সানরাইজার্সের কাছে চেন্নাই সুপার কিংসের বিধ্বস্ত হওয়ার। রাতে ক্রিকেটপ্রেমীরা সাক্ষী থাকল মুম্বই ইন্ডিয়ান্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেলায় হারানোর (MI vs RCB)। আইপিএলের সফলতম দল মুম্বই। তারপরই চেন্নাই। ক্রিকেট দেবতার কী অদ্ভুত পরিহাস, চলতি আইপিএলে প্রথম চারটি ম্যাচের সবকটিতেই হারের মুখ দেখল এই দুই শিবির। এদিন রোহিত শর্মার দলকে ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল আরসিবি।

Advertisements

টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান ফাফ ডু প্লেসি। ওপেনিং জুটিতে রোহিত ও ঈশান কিষাণ ৫০ রান তুলে নেওয়ার পর প্রাথমিক ভাবে মনে হচ্ছিল, রানের পাহাড় গড়তে চলেছে মুম্বই। কিন্তু এরপরই ভাঙন ধরে তাদের ব্যাটিং লাইনআপে। মাত্র ১২ রানের মধ্যে পাঁচ উইকেট খুইয়ে খাদের কিনারায় চলে যায় তারা। বাইশগজে সূর্যকুমার যাদব অবশ্য তখনও ছিলেন। যার হাত ধরে লজ্জা এড়ায় রোহিত ব্রিগেড। প্রবল চাপের মুখেও সূর্যর ব্যাট থেকে যে ইনিংসটা বেড়িয়ে এল, তার জন্য হয়তো কোনও প্রশংসায় যথেষ্ট নয়। হাসারাঙ্গা-হর্ষল প্যাটেলদের যাবতীয় গোলগুলি হাসি মুখে সামলে ৩৭ বলে ৬৮ রানে অপরাজিত থেকে স্কাই। আর দলকে নিয়ে যান ভদ্রস্থ ১৫১ রানের স্কোরে।

   
Advertisements

আরসিবির ‍‘বিরাট’ ব্যাটিং লাইনআপে এদিন ম্যাক্সওয়েলের নাম যুক্ত হওয়ায় তা বৃহত্তরতে পরিণত হয়েছিল। কিন্তু ম্যাক্সিকে সেভাবেই কাজেই লাগল না এদিন। ফাফ দ্রুত ফিরে গেলেও, অনুজ রাওয়াত এই ম্যাচে যেন হয়ে উঠেছিলেন বিকেলের ‍‘অভিষেক শর্মা’। ৪৭ বলে ৬৬ রান করে বাঁহাতি তরুণ যখন ফিরলেন সাজঘরে, তখন দল জয়ের দোরগোড়ায়। উলটো দিকে বিরাট কোহলিও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। ৩৬ বলে ৪৮ রানে আউট হন তিনি। তবে বিরাটের ফর্মে ফেরার ইঙ্গিতেই খুশি আরসিবি তথা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বাকি কাজটা ৯ বল বাকি থাকতে সেরে পেলেন কার্তিক এবং ম্যাক্সি।