IPL 2022 : রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (KKR vs DC) ম্যাচের পর আলোচনায় এক মহিলা। তিনি কে, কী তাঁর নাম ইত্যাদি নানান প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে জানা গিয়েছে সেই রহস্যময়ীর পরিচয় (Aarti Bedi)।
জানা গিয়েছে, সাদা টপ পরা ওই মহিলার নাম আরতী বেদী। পেশায় একজন অভিনেত্রী। ম্যাচ শুরু হওয়ার আগে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ছিল প্রায় তিরিশ হাজার। ম্যাচের পর এক ধাক্কায় বেড়ে গিয়েছে সেই সংখ্যা। পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্যামেরাম্যানের কাজ ঢুকে পরে আলোচনায়। এর আগে ২০১৯ সালেও ঘটেছিল প্রায় একই ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ হচ্ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানে ক্যামেরার লেন্সে ধরা পড়েছিলেন দীপিকা ঘোষ নামের একজন। তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন রাতারাতি।