Sri Lanka Crisis: জরুরি ওষুধ ফুরিয়ে আসছে শ্রীলঙ্কায়, করোনার চেয়েও বড় মহামারির আশঙ্কা

অর্থ ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় (Sri Lanka Crisis) জরুরি ওষুধ ফুরিয়ে আসছে। এমন সতর্কবার্তা দিলেন দেশটির চিকিৎসকরা। ফলে জরুরি অস্ত্রোপচার একেবারেই অসম্ভব হয়ে উঠছে।…

shilanka

অর্থ ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় (Sri Lanka Crisis) জরুরি ওষুধ ফুরিয়ে আসছে। এমন সতর্কবার্তা দিলেন দেশটির চিকিৎসকরা। ফলে জরুরি অস্ত্রোপচার একেবারেই অসম্ভব হয়ে উঠছে। নতুন ওষুধের চালান না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আভাস দিয়েছেন।

দ্য গার্ডিয়ানের খবর, শ্রীলঙ্কা মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাচ্ছে না হাসপাতালগুলি এমন অবস্থা চলতে থাকলে বন্ধ হবে অপারেশন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আরও গরম পরিস্থিতি। প্রেসিডেন্ট কার্যালয় ঢোকার পথ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে।  অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। খাদ্য, জ্বালানি এবং ওষুধ সংকটে শ্রীলঙ্কার পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে সাধারণ মানুষ গত কয়েক দিন ধরে বাধ্য হয়ে সরকারবিরোধী আন্দোলনে নেমেছে। ১৯৪৮ সালে দেশটি স্বাধীনতা লাভের পর এই প্রথম এমন বিপর্যয়ে পড়েছে দেশটি।

চিকিৎসা সরঞ্জামা সংকট নিয়ে চিকিৎসকদের দাবি,  আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কে চিকিৎসা পাবেন আর কারা পাবেন না। চিকিৎসকদের তরফে প্রেসিডেন্ট  গোটাবায়া রাজাপাকসকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে চিঠি দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন, কয়েকদিনের মধ্যে ওষুধ সরবরাহ বাড়ানো না গেলে, মৃত্যুর সংখ্যা করোনা মহামারির চেয়েও খারাপ খারাপ হবে।

২০২০ সালের জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে গেছে। এর ফলে কলম্বো বাধ্য হয়েছে মুদ্রার মূল্য কমাতে এবং আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে সহযোগিতা চেয়েছে। রান্নার জ্বালানি গ্যাসের ১১৫০ লংকা রুপি থেকে বেড়ে চার হাজার ছাড়িয়েছে। শিশুখাদ্য গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে চড়া দামে। অর্থের অভাবে কাগজ ছাপা বন্ধের ফলে কয়েক লাখ পডুয়ার পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার।