IPL 2022 : সব্জি বিক্রেতার ছেলের বলে বোল্ড নাইট অধিনায়ক, ফিরলেন আরও একজন

IPL 2022 : বছর দুই আগেও ছেলের (Umran Malik) ভবিষ্যত নিয়ে চিন্তায় ছিলেন বাবা। ছেলে কী করছে, কাদের সঙ্গে মেলামেশা করছে ইত্যাদি ব্যাপারে ভাবনার অন্ত…

IPL 2022

IPL 2022 : বছর দুই আগেও ছেলের (Umran Malik) ভবিষ্যত নিয়ে চিন্তায় ছিলেন বাবা। ছেলে কী করছে, কাদের সঙ্গে মেলামেশা করছে ইত্যাদি ব্যাপারে ভাবনার অন্ত ছিল না আব্দুল রশিদ মালিকের।

আব্দুল রশিদের ছেলে এখন আগুন ঝরাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। শুক্রবার তিনি নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ারের উইকেট। শেলডন জ্যাকসনকেও দেখিয়েছেন সাজঘরে যাওয়ার পথ। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বলা করা জলভাত উমরান মালিকের কাছে।

আরও পড়ুন: ব্রাবর্ন সূর্যোদয়, আঁধারে কেকেআর

জম্মু কাশ্মীরের মধ্যবিত্ত ঘরের ছেলে উমরান। বাবা সব্জি বিক্রি করেন। বছর দুই আগেও গলির ছেলে হিসেবে পরিচিত ছিলেন মালিক পুত্র। এখন তাঁর নামে শহরে বড় বড় পোস্টার। উপত্যকার স্পিডস্টার।

এক ক্রীড়া সংবাদ মাধ্যমে উমরানের বাবা বলেছিলেন, ‘এই বয়সে অনেক ছেলে ভুল পথে চলে যায়। আমাদেরও ভাবনা হতো। বাড়ি ফিরতে দেরি হলে বারবার ফোন করতাম। শেষে ও-ই একদিন জানিয়েছিলেন ক্রিকেটার প্রতি ভালোবাসার কথা। আমরা আটকাইনি। শুধু বলেছিলাম, যা করছিস মন দিয়ে কর।’

IPL 2022
উমরান মালিকের গতির বিরুদ্ধে পরাস্ত নাইট ব্যাটসম্যান।

গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল উমরানের। প্রথম মরশুমে ১৫৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবারের নিলামে তাঁকে ৪ কোটি টাকার বিনিময়ে ধরে রেখেছিল সানরইজার্স হায়দরাবাদ। দলের বোলিং কোচ মুথাইয়া মুরলীধরনের মতে, ‘স্কোয়াডের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম।’