IPL 2022 : দিল্লির রানের সমুদ্রে অস্ত গেল সান

IPL 2022 : একা ওয়ার্নারে রক্ষে নেই, পাওয়েল দোসর। এই দুই বিদেশি তারকার দাপটে রানের পাহাড় গড়ে তুলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তাতেই চাপা পড়ে…

IPL 2022 : একা ওয়ার্নারে রক্ষে নেই, পাওয়েল দোসর। এই দুই বিদেশি তারকার দাপটে রানের পাহাড় গড়ে তুলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তাতেই চাপা পড়ে বিধ্বস্ত সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দিল্লি রানের সমুদ্রে ডুবল সানদের সূর্য। পন্থ ব্রিগেডের কাছে ২১ রানে হারল উইলিয়ামসন অ্যান্ড কোং।

প্রথমে ব্যাট করে শুরুটা বিশেষ ভালো হয়নি দিল্লির। চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না পৃথ্বী শ। তাঁর পরিবর্তে ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দিতে নামেন মনদীপ সিং। চূড়ান্ত ব্যর্থ তিনি। প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমার তাঁকে যে শুধু দাঁড় করিয়ে মেডেন নিয়েছেন তাই নয়, শেষ বলে মনদীপকে সাজঘরেও ফেরান।

একমাত্র ভুবনেশ্বর ছাড়া সানদের আর কোনও বোলারকেই রেয়াত করেননি ওয়ার্নার এবং রভম্যান পাওয়েল। অবশ্য এদিন প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে সানরাইজার্স। যার মধ্যে পুরো বোলিং ডিপার্টমেন্টের খোলনলচেই বদলে গিয়েছিল তাদের। চোটের জন্য নটরাজন এবং ওয়াশিংটন সুন্দর খেলেননি। বসানো হয়েছিল জানসেনকেও। পরিবর্তে সানদের হয়ে আইপিএলে অভিষেক হয় সিন অ্যাবট, শ্রেয়স গোপাল এবং কার্তিক ত্যাগীর।

মনদীপের দেখানো পথে হাঁটেন মিচেল মার্শও। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। তবে পন্থ এসে ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন। যদিও খুব লম্বা করতে পারেননি নিজের ইনিংসকে। ১৬ বলে ২৬ রান করে আউট হন তিনি। এরপর অবশ্য আর উইকেট খোয়াতে হয়নি দিল্লিকে। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় ওয়ার্নারের। ৫৮ বলে ৯২ রান করে অপরাজিত থেকে যান তিনি। আর ক্যারিবিয়ান তারকা পাওয়েল ৬৭ রান করে অপরাজিত থাকেন মাত্র ৩৫ বলে।

তবে বেশ কয়েকবার ভাগ্যের সাহায্যও পান তিনি। একবার তো উমরান মালিকের বলে পাওয়েলের একেবারে সহজ ক্যাচ ফস্কান স্বয়ং উইলিয়ামসন। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে ক্যাপিটালস।

জবাবে শুরুতে দুই ওপেনারকে খুইয়ে ব্যাকফুটে চলে যায় সানরা। অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন দু’জনেই চূড়ান্ত ব্যর্থ। তিন নম্বরে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি রাহুল ত্রিপাঠীও (১৮ বলে ২২)। এরপর অবশ্য এডেন মারক্রাম এবং নিকোলাস পুরান জুটি বেধে দলকে টানার চেষ্টা করেন। ২৫ বলে ৪২ রানের ইনিংস উপহার দেন মারক্রাম। তবে পুরান হাল না ছাড়া মানসিকতা দেখিয়ে লড়াই চালিয়ে যান।

কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না। ৩৪ বলে ৬২ রান করেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক। তবে তাঁর আউট ফের উসকে দিয়ে গেল নো বল বিতর্ক। শেষ পর্যন্ত ৮ উইকেট খুইয়ে ১৮৬ রানে থমকে যায় সানদের ইনিংস। দিল্লির হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন খলিল আহমেদ।