Indian Football: চমকের পর চমক দিয়ে ভারতীয় ফুটবলে নতুন ক্লাব

ভারতীয় ফুটবলে (Indian Football) নতুন ক্লাবের আগমণ। সরাসরি আই লীগ খেলার দৌড়ে প্রবেশ করল ইন্টার কাশি (Inter Kashi)। উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্রিক এই ক্লাব ভারতীয় ফুটবল আকাশের নতুন নক্ষত্র।

Inter Kashi: The Rising Star in Indian Football, Delivering Surprise after Surprise

ভারতীয় ফুটবলে (Indian Football) নতুন ক্লাবের আগমণ। সরাসরি আই লীগ খেলার দৌড়ে প্রবেশ করল ইন্টার কাশি (Inter Kashi)। উত্তর প্রদেশের বারাণসী কেন্দ্রিক এই ক্লাব ভারতীয় ফুটবল আকাশের নতুন নক্ষত্র।

ভারতে নতুন পেশাদার ফুটবল ক্লাবের আবির্ভাব ঘটতে পারে, এমনটা অনেক আগেই শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সম্ভাবনা সত্যি হয়েছে। বৃহস্পতিবার নতুন ক্লাবের নাম ও লোগো প্রকাশ করা হয়েছে। দলের নাম ইন্টার কাশি। উত্তর প্রদেশের বারাণসী এই ক্লাবের হোম টাউন। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে সক্রিয় হয়েছে ক্লাব। একাধিক হেভিওয়েট নাম জড়িয়ে রয়েছে ইন্টার কাশির সঙ্গে। জানা গিয়েছে এই ক্লাবের অন্যতম তিন পার্টনার অ্যাথলেটিকো মাদ্রিদ, ফুটবল ক্লাব অ্যান্ডরা এবং ইন্টার এসকালদেস। এফসি অ্যান্ডরার কর্ণধার বার্সেলোনার প্রাক্তন ফুটবলার জেরার্ড পিকে।

ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে লোগো প্রকাশ করা হয়েছে। ঘোষণা করা হয়েছে কোচের নাম। বিদেশি কোচের ওপর আস্থা রাখছে নবাগত এই ফুটবল ক্লাব। প্রাপ্ত খবর অনুযায়ী, ইন্টার কাশির কোচের ভূমিকায় দেখা যাবে কার্লোস সন্টামারিনাকে। কার্লোস ভারতীয় ফুটবলের সঙ্গে ইতিমধ্যে পরিচিত। ইস্পাত নগরীর ক্লাব জামশেদপুর এফসিতে ইতিপূর্বে দায়িত্ব সামলেছেন।

ভারতীয় ফুটবলের সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদের নামও আগে যুক্ত হয়েছিল। ইন্ডিয়ান সুপার লীগ জয়ী দল অ্যাথলেটিকো ডি কলকাতার সঙ্গে যুক্ত ছিল স্পেনের অন্যতম নামকরা এই ক্লাব। পরে কলকাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মাদ্রিদের। অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের ছেলে বলে পরিচিতি কার্লোস সন্টামারিনাকে। ৪৬ বছর বয়সী স্প্যানিশ প্রশিক্ষক অ্যাথলেটি ইয়ুথ ম্যানেজার এবং অ্যাথলেটিকো মাদ্রিদের বেস ক্যাম্প কোয়ার্ডিনেটরের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।