Inter Kashi FC: আইলিগের আগে তিলোত্তমায় প্রাক মরশুম অনুশীলন ইন্টার কাশির

গত কয়েকমাস আগেই ভারতীয় ক্লাব ফুটবলে আবির্ভাব হয়েছে একটি নয়া ফুটবল ক্লাবের। ইন্টার কাশি (Inter Kashi FC)। বলাবাহুল্য, বারানসী থেকে প্রথমবার কোনো ফুটবল ক্লাব উঠে আসছে এবার।

Inter Kashi FC pre-season practice

গত কয়েকমাস আগেই ভারতীয় ক্লাব ফুটবলে আবির্ভাব হয়েছে একটি নয়া ফুটবল ক্লাবের। ইন্টার কাশি (Inter Kashi FC)। বলাবাহুল্য, বারানসী থেকে প্রথমবার কোনো ফুটবল ক্লাব উঠে আসছে এবার। নয়া আইলিগ মরশুমে যারা খেলতে চলেছে এবার। মূলত জাতীয় পর্যায়ে এসে অন্যান্য দলগুলিকে জোড় টক্কর দেওয়াই এখন একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো পিটার হার্টলি থেকে শুরু করে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে এই নয়া ফুটবল দল।

একটা সময় ময়দানের দুই প্রধান দাপিয়ে খেলা তারকা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য থেকে শুরু করে সেহনাজ সিং ও সুমিত পাসির মতো ফুটবলাররা যোগদান করেছেন অনেক আগেই। এছাড়াও দল বদলের বাজার থেকে আরও একাধিক ফুটবলারদের দলে টানার লক্ষ্য রয়েছে তাদের। তারপর নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের নিয়ে আইলিগ অভিযান শুরু করবে ইন্টার কাশি ফুটবল দল।

   

তবে তার আগেই জামশেদপুর এফসির প্রাক্তন কোচ তথা কাশি দলের বর্তমান কোচ সান্তামারিনার তত্ত্বাবধানে প্রি সিজন শুরু করে দিল এই ফুটবল দল। বর্তমানে কলকাতার রাজারহাটের এনসিউর মাঠে থেকে প্রি সিজন শুরু করেন দলের ফুটবলাররা। বর্তমানে ডুরান্ড কাপের দিকে সকলের নজর থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে হিরো আইএসএলের সময় সূচি। তার কিছুদিন পরেই হয়ত ঘোষিত হবে দ্বিতীয় ডিভিশন লিগ তথা হিরো আইলিগের অনুষ্ঠান সূচি। আগত সেই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই এখন একমাত্র লক্ষ্য তাদের।

গতকাল তাদের অনুশীলনেই দেখা যায় দেশের তরুণ ডিফেন্ডার তেজস কৃষ্ণাকে। একটা সময় আইএসএলের অন্যতম ক্লাব কেরালা ব্লাস্টার্স দলের জার্সিতে খেললেও পরবর্তীতে তার চুক্তি শেষ হওয়ার পর এই নয়া মরশুমের শুরুতে পাঞ্জাবি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন তেজস।অনেকেই মনে করছেন নয়া মরশুমে পাঞ্জাব থেকে লোনের মাধ্যমে ইন্টার কাশিতে হয়ত খেলবেন তিনি।