ফের চমকে এই স্প্যানিশ তারকাকে যুক্ত করল ইন্টার কাশী

উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে কোনো ক্লাব। সেটিই ইন্টার কাশী ক্লাব (Inter Kashi FC)। ভারতের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল…

Julen Pérez

উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে কোনো ক্লাব। সেটিই ইন্টার কাশী ক্লাব (Inter Kashi FC)। ভারতের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ সহ আরও বেশকিছু স্প্যানিশ ক্লাব। নয়া আইলিগ খেলার ছাড়পত্র হাতে আসার পর থেকে সাধ্যমতো শক্তিশালী দল তৈরি করে টুর্নামেন্টের প্রতিপক্ষ ক্লাব গুলিকে কঠিন লড়াই দেওয়াই এখন একমাত্র লক্ষ্য এই নয়া দলের।

তাই সময় যত এগিয়েছে বদলের বাজার থেকে একের পর এক দেশি ও বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে উত্তর প্রদেশের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে দেশীয় ফুটবলার হিসেবে রয়েছেন সেহনাজ সিং, লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা সুমিত পাসি সহ শ্যারন পাদাত্তিলের মতো প্রতিভাবানরা। এমনকি পাঞ্জাব দলের ফুটবলার শুকদেব ও খেলবেন এবারের এই আইলিগ মরশুমে। গত কয়েকদিন আগেই লাল-হলুদ দলের প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে ও দুই বছরের চুক্তিতে সাইন করিয়েছে আইলিগের এই নয়া ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

তবে শুধু দেশীয় ফুটবলার নয়, বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে সকলকে চমকে দিয়েছে ইন্টার কাশী। গত কয়েকমাস আগেই ব্রিটিশ তারকা ফুটবলার পিটার হার্টলিকে নিজেদের দলে সাইন করিয়ে সকলকে চমকে দিয়েছিল ইন্টার কাশি ক্লাব। একটা সময় হিরো আইএসএলের ক্ষেত্রে জামশেদপুর দলের হয়ে দাপিয়ে বেড়িয়েছিলেন এই তারকা। সেবার লিগ শিল্ডের শিরোপাও উঠেছিল তাদের হাতে। তবে এবার যুক্ত হয়েছেন নতুন দলে। সম্ভবত অধিনায়ক হিসেবে দেখা যাবে এই তারকাকে।

এবার সেই ট্রেন্ড বজায় রেখেই স্পেনের এক অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে টানল ম্যানেজমেন্ট। তিনি জুলেন পেরেজ। একটা সময় স্পেনের পান্দারিয়া পুলিদোর হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বছর তেইশের এই ফুটবলার। পরবর্তীতে লাস পালমাসের হয়ে খেলেন কয়েক বছর। তারপর এবার প্রথমবারের জন্য ভারতের মাটিতে পা রাখতে চলেছেন এই তরুণ ফুটবলার।