ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। আইএসএল শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তাঁর সাফল্যের সাক্ষী দেশের সকল ফুটবলপ্রেমী মানুষ। আতলেতিকো দে কলকাতা থেকে শুরু করে এটিকে, এটিকে মোহনবাগান কিংবা মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিটি ক্ষেত্রেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি।
দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলকে আইএসএলের শিল্ড জিতিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।তবে নতুন সিজনে বদলে গিয়েছে ঠিকানা। সবুজ-মেরুন ছেড়ে বারাণসীর ইন্টার কাশীর সঙ্গে যুক্ত হয়েছেন এই হাইপ্রোফাইল কোচ। গত মাসের শেষেই তাঁর যোগদানের কথা ঘোষণা করেছে আই লিগের এই ফুটবল ক্লাব।
যা নিঃসন্দেহে বড়সড় চমক। একটা সময় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইজুমি আরাতা। তবে এবার হাবাসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বলাবাহুল্য, এই হাইপ্রোফাইল কোচের অনুপস্থিতিতে এতদিন দলের দায়িত্ব সামাল দিয়েছিলেন ইজুমি। কিন্তু গত বুধবার ভারতে এসে গিয়েছেন গতবারের শিল্ড জয়ী কোচ।
এবার থেকে তাঁর তত্ত্বাবধানেই হয়তো ম্যাচ খেলবে ইন্টার কাশী। অন্যদিকে গতবারের মতো এবারও ট্রফি জয়ের রেকর্ড ধরে রাখতে চান হাবাস। সেক্ষেত্রে তাঁর প্রধান লক্ষ্য আইলিগ জয়।