বেশকিছু মাস আগেই ভারতীয় ফুটবলের জগতে আত্মপ্রকাশ ঘটেছে ইন্টার কাশি ফুটবল ক্লাবের (Inter Kash FC)। এবারের এই নয়া ফুটবল মরশুমে বারাণসী থেকে আইলিগ খেলবে এই ফুটবল ক্লাব। গত কয়েকমাসের মধ্যে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের পাশাপাশি আইএসএলের অন্যতম প্রভাবশালী দল তথা জামশেদপুর এফসি দলের প্রাক্তন কোচকে ও নিজেদের দলের সঙ্গে যুক্ত করেছে এই ফুটবল ক্লাব। তারপর যত সময় এগিয়েছে চমকের বহর দেখা দিয়েছে তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে। গত মাসেই তাদের দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ব্রিটিশ তারকা পিটার হার্টলি। এবার সেই তালিকায় যুক্ত হল এক স্প্যানিশ তারকার নাম।
তিনি মারিও বার্কো ভিলার। একটা সময় আতলেটিকো বিলবাও থেকে নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। পরবর্তীতে যুব দল থেকে সিনিয়র দলে উঠে আসেন তিনি। খেলেন প্রায় দুইটি মরশুম। তারপর অন্যান্য বেশকিছু ক্লাবের সাথে যুক্ত থাকেন তিনি। বলতে গেলে নিজের ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়ে এসেছেন স্পেনের বিভিন্ন ফুটবল ক্লাব গুলিতে। সেখান থেকেই এবার প্রথমবারের জন্য আসতে চলেছেন ভারতে। খেলবেন উত্তরপ্রদেশের এই নয়া ফুটবল ক্লাবে।
মূলত ৬ ফুটের অধিক উচ্চতা থাকায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে সহজেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারেন এই স্প্যানিশ তারকা। এক কথায় যেটিকে বলে উচ্চতার সঠিক প্রয়োগ। এছাড়াও গোল করার পাশাপাশি বহু অ্যাসিস্ট ও রয়েছে তার ঝুলিতে। এবার ভারতে এসে নিজের পারফরম্যান্স ধরে রাখতে আদৌ কতটা সক্ষম থাকেন এই ফুটবলার এখন সেটাই দেখার।