Mohun Bagan: জল্পনা বাড়ালেন মনভীর-সাহাল

মোহন বাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giants ) একের পর এক চোট সমস্যা। মরসুম শুরু হওয়ার পর ইতিমধ্যে স্কোয়াডের দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে…

Sahal Abdul Samad

মোহন বাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giants ) একের পর এক চোট সমস্যা। মরসুম শুরু হওয়ার পর ইতিমধ্যে স্কোয়াডের দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে ছিটকে গিয়েছেন। এবার জল্পনা বৃদ্ধি পেয়েছে মনভীর সিং, সাহাল আব্দুল সামাদকে (Manvir Singh and Sahal Abdul Samad) কেন্দ্র করে।

AFC কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লীগে ম্যাচে খেলতে হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্টকে। স্কোয়াডে একাধিক তারকা থাকলেও পরপর চোট কোচকে কিছুটা হলেও নিশ্চই বিব্রত করেছে। দেশের সেরা ফুটবল ক্লাব হওয়ার সঙ্গে এশিয়ান প্রতিযোগিতায় দাগ কাটতে মরীয়া সবুজ মেরুন শিবির। সেই লক্ষ্যে টাকা খরচ করতে কোনো কার্পণ্য করেনি ম্যানেজমেন্ট। দেশ, বিদেশের একাধিক নামী তারকার ভিড় গোষ্ঠ পাল সরণী লাগোয়া ক্লাবে। সেই সঙ্গে একের পর এই চোট সমস্যা।

Mohun Bagan's Manvir Singh, Ashique Kuruniyan, and Liston Colaco

বৃহস্পতিবারের অনুশীলনে দলের দুই ফুটবলার মনভীর সিং ও সাহাল আব্দুল সামাদকে মূল দলের থেকে একটু তফাতে অনুশীলন করতে দেখা গিয়েছে। হঠাৎ কেন এই দুই ফুটবলার মূল দলের সঙ্গে অনুশীলন করছিলেন না সে ব্যাপারে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জানা গিয়েছে, আশঙ্কা করার মতো কিছু হয়নি। আসলে ক্লাব কোনো ঝুঁকি নিতে চায় না। তাই আগেভাগে বাড়তি সতর্কতা।

সম্প্রতি এশিয়ান টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের সঙ্গে খেলতে গিয়ে চোট পেয়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি। চোট গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত তিনি মাঠের বাইরে। এর আগে চোট পেয়ে গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছেন আশিক কুরিনিয়ন।