আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলা ওয়ানডে বিশ্বকাপের (Cricket World Cup) জন্য সারা বিশ্বের দলগুলো প্রস্তুতি নিলেও অনেক দলের খেলোয়াড়রা চোটের কবলে পড়ছেন। দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া ধাক্কা। ইনজুরিতে থাকা ফাস্ট বোলার এনরিক নর্টজে ও সিসান্ডা মাগালা আসন্ন বিশ্বকাপে একেবারেই খেলতে পারবেন না আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুজনের জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়ো ও ফাস্ট বোলার লিজাদ উইলিয়ামস।
ওয়াল্টারের মতে, “এনরিকে ও সিসান্ডার বিশ্বকাপ না খেলাটা খুবই হতাশাজনক। দুই খেলোয়াড়ই দলের জন্য গুরুত্বপূর্ণ।” জানা গিয়েছে, পিঠের নিচের অংশে চোট পেয়েছেন নর্টজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর স্ক্যান করা হয়। অন্যদিকে বাম হাঁটুতে চোট পেয়েছেন মাগালা। দক্ষিণ আফ্রিকা ঘোষিত প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন নর্টজে ও মাগালা।
নর্টজের ইনজুরি দলের জন্য বড় ধাক্কা হিসেবে প্রমাণিত হতে পারে। এই মুহূর্তে বিশ্বের দ্রুততম বোলারদের একজন তিনি। ভারতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। এমন পরিস্থিতিতে দলের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখতে পারতেন তিনি।
শনিবার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা দলের। আন্দিল এবং লিজাদ বেশ কিছুদিন ধরে দুর্দান্ত ফর্ম প্রদর্শন করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জিতেছিলেন আন্দিলে। ১৯ বলে ২ টি চার ও ৪ টি ছক্কা মেরে অপরাজিত ৩৮ রান করেন তিনি। আগামী ৭ অক্টোবর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো জনসন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, লিজাদ উইলিয়ামস।