Mohammedan SC: ময়দানের তরুণ তারকাকে সম্পর্কে ‘বিস্ফোরক’ দীপেন্দু বিশ্বাস

গতকাল প্রিমিয়ার ডিভিশন লিগে ইমামি ইস্টবেঙ্গল দলকে হেলায় হারিয়েছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচের শুরুর ৫ মিনিটের মাথায় ডেভিডের গোলে…

David Lalhlansanga

গতকাল প্রিমিয়ার ডিভিশন লিগে ইমামি ইস্টবেঙ্গল দলকে হেলায় হারিয়েছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচের শুরুর ৫ মিনিটের মাথায় ডেভিডের গোলে এগিয়ে যায় মহামেডান। তারপর ৩৮ মিনিটের মাথায় আবার গোল।

যারফলে, প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে নন্দকুমার শেখর ব্যবধান কমাতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। এক গোলের ব্যবধানে জয় তুলে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডেভিড।

তবে শুধু কলকাতা লিগ নয়। সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে ও সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে সাদা-কালোর এই তারকা ফুটবলারের ঝুলিতে। যা নিঃসন্দেহে বিরাট বড় চমক। তার এই পারফরম্যান্স রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। আইলিগের পাশাপাশি আইএসএলের বেশকিছু দলের তরফ থেকে তাকে নেওয়ার কথা শোনা গেলেও মহামেডানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এই তারকার। তবে এমন তরুণ প্রতিভা এবারের জাতীয় দলে সুযোগ না পাওয়ার ফলে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন মহামেডান ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।

Dipendu Biswas

ঘন্টা কয়েক আগে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, চলতি কলকাতা লিগে এখনো পর্যন্ত ১৭ টি গোল করেছেন ডেভিড। পাশাপাশি ডুরান্ড কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল এই তারকার। একটা সময় কলকাতা সহ অন্যান্য টুর্নামেন্ট গুলিতে গোলের জন্য বিদেশি ফুটবলারদের দিকে বেশি তাকাতে হলেও এবার যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে ভারতীয়রা। তার কথায়, জাতীয় শিবিরের অন্যতম দাবিদার মহামেডান স্পোর্টিংয়ের এই গোল মেশিন। অন্যদিকে মহামেডান দলের কোচ চের্নিশভের কথায়, বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের শক্তিশালী স্কোয়াড গঠনের ক্ষেত্রে আইএসএলের পাশাপাশি আইলিগের ফুটবলারদের উপরে ও নজর রাখা উচিত ফেডারেশনের।