Mohun Bagan Footballer: চোটের কবলে সবুজ-মেরুন তারকা, কবে ফিরবেন মাঠে?

Anwar Ali

গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচ খেলেছে মোহনবাগান (Mohun Bagan)। যেখানে এগিয়ে থেকে ও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেদের। যা নিয়ে খুব একটা খুশি নন দলের স্প্যানিশ কোচ। একাধিক অভিযোগ ও উঠে এসেছে তার থেকে। এসবের মাঝেই বাড়তি অস্বস্তিতে ফেলেছে তারকা ডিফেন্ডার আনোয়ার আলির চোট। যা নিয়ে ব্যাপক চিন্তায় সকলে। ঠিক কি হয়েছিল কাল মাঠের মধ্যে?

Advertisements

আসলে, ম্যাচের ঠিক সেকেন্ড হাফে খেলা চলাকালীন আচমকাই চোট আসে এই ভারতীয় ডিফেন্ডারের। আসলে শট মারতে গিয়ে বলের বদলে মাটিতে পা রেখে ফেলেন আনোয়ার। এরপর খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিকভাবে মাঠে তার চিকিৎসা করা হলেও শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হয় এই তারকাকে। আজ তার পায়ের স্ক্যান হওয়ার কথা। তারপরেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। তবে চোট যে যথেষ্ট গুরুতর তার ইঙ্গিত মিলেছে অনেক আগেই। এখন রিপোর্টের উপর দাঁড়িয়ে আছে সমস্ত কিছু।

Advertisements

আসলে, দ্বিতীয়ার্ধে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পরে, ম্যাচ শেষে দলের ফুটবলার ও সাপোর্টিং স্টাফের কাঁধে ভর করেই স্টেডিয়াম ছাড়েন তিনি। বর্তমানে যা পরিস্থিতি তাতে খুব তাড়াতাড়ি মাঠে পাওয়া মুশকিল আনোয়ার আলিকে। উল্লেখ্য, এই মরশুমে চোটের কবলে পড়ে আগেই মাঠের বাইরে চলে গিয়েছেন আশিক কুরুনিয়ান ও দীপক টাংড়িরা। এবার হয়ত সেই তালিকায় যুক্ত হলেন আনোয়ার।