Sandesh Jhingan: আশঙ্কা সত্যি করে চোট সংবাদ নিশ্চিত করল ISL ক্লাব

সম্ভাবনা সত্যি হল। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরতর চোট পেয়েছেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। যার জেরে মরসুমের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না।…

sandesh jhingan

সম্ভাবনা সত্যি হল। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে গুরতর চোট পেয়েছেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। যার জেরে মরসুমের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না। মঙ্গলবার সন্ধ্যায় সন্দেশের চোটের ব্যাপারে আপডেট দিয়েছে এফসি গোয়া (FC Goa)।

এফসি গোয়া দুঃখ প্রকাশ করে ঘোষণা করছে যে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এ ভারতীয় পুরুষ দলের সাথে দায়িত্ব পালন করার সময় সন্দেশ ঝিঙ্গান তার ডান হাঁটুতে চোট পেয়েছেন। চোটের পরে সন্দেশ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন। প্রাথমিক পরীক্ষার পর জানা গিয়েছে আপাতত তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপাতত মাঠের বাইরে থাকতে হবে।

ক্লাবটি বর্তমানে চোট পাওয়া ফুটবলারের রিকভারির জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছেন। এবং রিকভারি সময়কালে সন্দেশের পাশে থাকার ব্যাপারে ক্লাব প্রতিজ্ঞাবদ্ধ।

এফসি গোয়া চিকিত্সা বিশেষজ্ঞদের সঙ্গে সবরকম সহযোগিতা করার কথা জানিয়েছে। চোট সারিয়ে মাঠে আসতে সন্দেশের কিছুটা সময় লাগবে। তারপর ফিটনেস আগের জায়গায় ফিরে পাওয়ার পর তিনি মাঠে নামতে পারবেন। সন্দেশ যে গুরতর কোনো চোট পেয়েছেন সেটা গত কয়েক দিন আগে শোনা গিয়েছিল। এর আগেও জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন একাধিক ভারতীয় ফুটবলার।

সব মিলিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ক্লাবকে চোট সমস্যার সঙ্গে লড়াই করতে হচ্ছে। আইএসএল ক্রম তালিকায় খেতাব জয়ের দৌড়ে ভালো জায়গায় রয়েছে এফসি গোয়া।