U-19 World Cup: অস্ট্রেলিয়াকে একাই কাঁপিয়ে দিয়েছিল ১৫ বছরের রাজা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর সেমিফাইনাল খেলা হয়েছিল বৃহস্পতিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে দুই দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা…

Ali Raza

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর সেমিফাইনাল খেলা হয়েছিল বৃহস্পতিবার অর্থাৎ ৮ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে দুই দলের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াই জিতেছে। আগামী ১১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে মুগ্ধ করেছেন ১৫ বছরের আলী রাজা। ১৫ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার আলী রাজা অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। ১৫ বছর বয়সী এই খেলোয়াড়ের সামনে অস্ট্রেলিয়ার বহু ব্যাটসম্যানের নাজেহাল অবস্থা হয়েছিল। তার বল বুঝতেই পারছিল না অস্ট্রেলিয়া।

   

আলি রাজা তার ১০ ওভারের স্পেলে দুটি মেডেন ওভার বোলিং করেন এবং ৩.৪০ ইকোনমি নিয়ে বোলিং করার সময় ৩৪ রানে ৪ উইকেট নেন। আলী স্যাম কস্টাস, অলি পিক, টম স্ট্রাকার এবং মাহলি বিয়ার্ডম্যানকে আউট করেছেন। তবে তা সত্ত্বেও ফাইনালে নিজের দলের জয় নিশ্চিত করতে পারেননি তিনি। তবে অনেকেই আশা করছেন যে, এই খেলোয়াড়কে খুব দ্রুত সিনিয়র পাকিস্তান দলে খেলতে দেখা যাবে।

টস হেরে প্রথমে ব্যাট করে হতাশাজনক পারফর্ম করে পাকিস্তান। ১৭৯ রানে অলআউট হয় দল। এরপরই অবশ্য তাদের বোলারদের সুবাদে ভালোই কামব্যাক করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত ১ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।