Vishal Kaith: মোহনবাগানের জন্য চোট নিয়েও মাঠে নামতে রাজি বিশাল

ডার্বিতে ক্লেইটন সিলভার পেনাল্টি সেভ করে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন বিশাল কাইথ (Vishal Kaith)। ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে শিল্ড জয়ের দৌড়ে অনেকটা…

Vishal Kaith

ডার্বিতে ক্লেইটন সিলভার পেনাল্টি সেভ করে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন বিশাল কাইথ (Vishal Kaith)। ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে শিল্ড জয়ের দৌড়ে অনেকটা এগিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত শিল্ড জেতার দিকে মন দিয়েছেন বিশাল। ব্যক্তিগত কোনও কীর্তি কিংবা ছোটখাটো চোট নিয়ে মাথা ঘামাচ্ছেন না বাগান দুর্গের শেষ প্রহরী।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন বিশাল কাইথ। হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আজকের ম্যাচে বিশাল আদৌ খেলতে পারবেন কি না সে ব্যাপারে বাগান সমর্থকদের মনে প্রশ্ন ছিল। বিশাল নিজে মাঠে নামার জন্য তৈরি।

কেরালা বাস্টার্সের বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় মাঠে নামার আগে তিনি বলেছেন, “দলের সঙ্গে অনুশীলন করেছি। প্রত্যেক খেলোয়াড়ের এরকম ছোটখাটো চোট লেগেই থাকে। ওই নিয়েই খেলতে হয়… আগের ম্যাচের থেকেও ভাল খেলতে হবে। ভুল শুধরে নিতে হবে। এগুলোই আমাদের ভাবনা চিন্তায় থাকে।”

এবারের ইন্ডিয়ান সুপার লিগে গোল্ডেন গ্লাভস পাওয়ার দৌড়ে রয়েছেন বিশাল কাইথ। ফুটবল প্রেমীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বিশালের সে দিকে কান নেই। আগামী ম্যাচগুলোতে নিজের দলের গোল দুর্গ যথা সম্ভব অক্ষত রাখাই তাঁর একমাত্র লক্ষ্য।

“গোল্ডেন গ্লাভসের দৌড়ে আছি ঠিকই। কিন্তু গোল্ডেন গ্লাভসের থেকেই দল লিগ শিল্ড জিতলে আমি বেশি খুশি হব। কলকাতায় প্রত্যেকের কাছেই ডার্বির গুরুত্ব খুব বেশি। তবে শিল্ড জয়ের জন্য এখন আমাদের কাছে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ।”