INDvzNZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই’ টেস্টে ‘বিরাট’ জয় ভারতের

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে (INDvzNZ) ভারত জিতল ৩৭২ রানে। বড় ব্যবধানে টিম ইন্ডিয়া ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয়…

India wins Mumbai Test against New Zealand

short-samachar

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে (INDvzNZ) ভারত জিতল ৩৭২ রানে। বড় ব্যবধানে টিম ইন্ডিয়া ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিলেও কিউইদের হয়ে মুম্বইক’র স্পিনার আজাজ প্যাটেল ‘দিল’ জিতে নিলো ভারতের ক্রিকেট ভক্তদের।

   

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল হাতে রবিচন্দ্রন অশ্বিন ৪,জয়ন্ত যাদব ৪,অক্ষর প্যাটেল এক উইকেট নিয়েছে।৫৬.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৭ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা।

ভারতের বিরুদ্ধে স্পিনার আজাজ প্যাটেল প্রথম ইনিংসে ১০, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট, মোট ১৪ উইকেট শিকার করেছে। অন্যদিকে ভারতীয় স্পিনার অশ্বিন প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে ৪, মোট ৮ উইকেট শিকার ধরেছে।

দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটিং লাইন আপ আজাজ প্যাটেলের ঘূর্ণির দাপটে চুরমার হতেই টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে তুলোধোনা করতে শুরু করেছে ক্রিকেট ভক্তরা। আবার অধিনায়ক বিরাট কোহলির এলবিডব্লু আউট নিয়ে ভারতীয় আম্পায়ারদের যোগ্যতা এবং গোটা প্রক্রিয়ায় বিসিসিআই’কে নিশানা করেছে দেশের ক্রিকেট ভক্তরা।

কিউইদের বধের পর টিম ইন্ডিয়া এবার দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে, কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রনে’র দাপটের মাঝে।