AFC Futsal: প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করল ভারত

AFC FUTSAL Myanmar India

তাজিকিস্তানের দুশানবেতে দুশানবে ইনডোর হলে এএফসি ফুটসল এশিয়ান কাপ ২০২৪ (AFC Futsal Asian Cup Qualifiers) বাছাই পর্বের ‘ই’ গ্রুপে মায়ানমারের কাছে ২-৫ গোলে হেরে গিয়েছে ভারত। যার ফলে প্রথম জয়ের জন্য এখনো অপেক্ষা করতে ভারতীয় পুরুষ ফুটসল দলকে। হারলেও দারুণ লড়াই করেছিল দল। বেশ কিছু ক্ষেত্রে টিম ইন্ডিয়ার কপাল মন্দ ছিল। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেও পারতো।

Advertisements

শনিবার আয়োজক তাজিকিস্তানের কাছে ৩-৬ গোলে পরাজিত হওয়ার পর প্রথম প্রচেষ্টায় এশিয়ার শীর্ষ ফুটসল প্রতিযোগিতায় খেলার আশা এখনও টিম ইন্ডিয়ার হাতের বাইরে। দ্বিতীয় মুষধের প্রাথমিক পর্যায়ে ভারত নিজেদের পায়ে আরও বেশি বলের দখল রাখতে চেয়েছিল। তবে আক্রমণ শানানোর দিক থেকে ম্যাচের আগাগোড়া মায়ানমারই এগিয়ে ছিল। ভারতীয় অধিনায়ক ও গোলরক্ষক অগাস্টিন ডি’মেলোকে গোটা ম্যাচ জুড়ে পরীক্ষার মুখে পড়তে হয়েছে।

পুরো ম্যাচ জুড়েই ডেড বলের পরিস্থিতি থেকে মায়ানমার ক্রমাগত ভারতের রক্ষণে কাঁপুনি ধরিয়েছে। কিন্তু প্রথমার্ধে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে বিরতির পর আরও ভালো ডিফেন্স করার চেষ্টা করে ভারত। এক গোল দিলেও ম্যাচে ততক্ষণে এগিয়ে গিয়েছিল মায়ানমার। নিশ্চিত একটি গোল মিস করছিলেন গত ম্যাচে হ্যাটট্রিক করা ডেভিড। ভারত রক্ষণ মজবুত রাখার চেষ্টা করলো মায়ানমারের ক্রমাগত আক্রমণ যথারীতি ব্যস্ত রেখেছিল ভারতীয় গোলকিপারকে।

Advertisements

খেলায় পিছিয়ে থাকার পরেও ভারত গোলের ব্যবধান কমানোর জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিল। ম্যাচটি পূর্ণ সময়ের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ভারত মায়ানমারের ওপর চাপ বাড়াতে থাকে।নির্ধারিত সময়ের দুই মিনিট পরে লালতলানসাঙ্গার শক্তিশালী লো স্ট্রাইক আছড়ে পড়ে প্রতিপক্ষের গোলে।