FIFA Ranking: ফিফা তালিকায় ফের বদল, কত নম্বরে এল ভারত?

India’s FIFA Ranking Sees Shift: গত বছর আন্তর্জাতিক ফুটবলে অনবদ্য পারফরম্যান্স থেকেছে ব্লু-টাইগার্সদের। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সবক্ষেত্রেই…

India's FIFA Ranking Sees Shift

India’s FIFA Ranking Sees Shift: গত বছর আন্তর্জাতিক ফুটবলে অনবদ্য পারফরম্যান্স থেকেছে ব্লু-টাইগার্সদের। ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সবক্ষেত্রেই দারুন পারফরম্যান্স ছিল ভারতীয় ফুটবল দলের। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

তবে সময়ের সাথে সাথে বদলেছে গোটা পরিস্থিতি। গত এশিয়ান গেমস থেকে একেবারেই ছন্দে নেই ভারতীয় ফুটবল দল। গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে তাদের। সেখান থেকেই হতাশা তৈরি হয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। পরবর্তীতে এশিয়ান কাপে ও বজায় থাকে সেই ধারা।

একের পর এক ম্যাচ পরাজিত হতে হয় সুনীলদের। কয়েকটি ম্যাচে যথেষ্ট লড়াকু মনোভাব দেখা গেলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তবু বহু আশা নিয়ে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের দিকে নজর ছিল সকলের। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিপক্ষে। প্রথমে তাদের বিপক্ষে গোলশূন্য ফলাফল থাকলেও দ্বিতীয় লেগে অর্থাৎ নিজেদের ঘরের মাঠে এগিয়ে থেকেও পরাজিত হতে হয় ইগর স্টিমাচের ছেলেদের। পরবর্তীতে সেই নিয়ে সমর্থকদের রোষের মুখেও পড়তে হয় দলের হেড কোচকে। তবুও দল যে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। কিছুটা সময়ের পর এবার কুয়েতের মুখোমুখি হতে হবে ভারতকে।

তার আগেই হতাশা জনক খবর উঠে গেল দেশে ফুটবলপ্রেমী মানুষের জন্য। বর্তমান পরিস্থিতির সাপেক্ষে ফিফা তালিকার অনেকটাই নিচে চলে আসল ভারতীয় ফুটবল দল। বর্তমানে ১২১ নম্বরে রয়েছে ব্লু-টাইগার্স। আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে টানা বিপর্যয়ের পর অনেকটাই পিছিয়ে পড়েছে দল। যা নিঃসন্দেহে হতাশ করেছে দেশের ফুটবলপ্রেমীদের।