Olympic Qualifiers: বড় জয় পেয়ে শুরুতেই বাজিমাত ভারতীয় মহিলা ফুটবল দলের

এবারের ফুটবল মরশুম প্রথম থেকে একেবারেই ভালো যায়নি ভারতীয় মহিলাদের (Indian Women’s Football Team)। ক্যালেন্ডার বলছে গত পাঁচ মাসের মধ্যে মাত্র তিনটি ম্যাচ খেলেছিল ভারতীয় দল।

Indian Women's Football Team Celebrating Victory in Olympic Qualifiers Match

এবারের ফুটবল মরশুম প্রথম থেকে একেবারেই ভালো যায়নি ভারতীয় মহিলাদের (Indian Women’s Football Team)। ক্যালেন্ডার বলছে গত পাঁচ মাসের মধ্যে মাত্র তিনটি ম্যাচ খেলেছিল ভারতীয় দল।

তবে প্রত্যেকটিতেই পরাজিত হতে হয়েছিল তাদের। তবে আজ সমস্ত বাঁধা অতিক্রম করে জয়ের সরনীতে ফিরল আশালতা দেবীরা। আজ এএফসির আয়োজিত অলিম্পিক কোয়ালিফায়ারের (Olympic Qualifiers) ম্যাচ ছিল ভারতীয় মহিলা দলের। প্রতিপক্ষ কিরঘিজস্তান। শুরু থেকেই প্রবল দাপটের সাথে ম্যাচ খেলে নির্ধারিত সময়ের নিরিখে ৫-০ গোলে জয় ছিনিয়ে নিল ভারত।

যারফলে প্রথম লেগের শেষে অনেকটাই বড় ব্যবধানে এগিয়ে থাকল আশালতা দেবীরা। আগামী শুক্রবার ফের দ্বিতীয় লেগে কিরঘিজদের মুখোমুখি হবে ভারতীয় দল। তবে ৫ গোলে এগিয়ে থাকার সুবাদে পরবর্তী রাউন্ডে ওঠা প্রায় আশি শতাংশ নিশ্চিত ভারতের। এদিন ভারতের হয়ে দুটি গোল করেন অঞ্জু তামাং পাশাপাশি চোখ ধাঁধানো গোল করে সকলকে চমকে দেন সৌম্য গুগুলথ। যারফলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

তারপর দ্বিতীয়ার্ধে ও যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় মহিলা ফুটবলারদের। তবে শুধু আক্রমণ ই নয়। দলের হয়ে ব্যবধান ও বাড়ান রেনু ও সিল্কি দেবী। আজকের এই জয়ের ফলে পরবর্তী লেগের ম্যাচে যথেষ্ট চাপমুক্ত হয়ে খেলতে পারবে সৌম্য রা।