ISL জেতা বাঙালির ওপর আস্থা রাখল ক্লাব

Subhasish Roy Chowdhury

পুরনো দিনের গরীমা ফিরিয়ে আনতে চাইছে চার্চিল ব্রাদার্স (Churchill Brothers)। চুপিসারে তারা চালিয়ে যাচ্ছে দল গঠন করার কাজ। এবার তারা দলে নিল ইন্ডিয়ান সুপার লীগ জয়ী এক অভিজ্ঞ বাঙালি গোলরক্ষককে।

আসন্ন মরসুমের আগে শুভাশিস রায় চৌধুরীকে দলে নিয়েছে চার্চিল ব্রাদার্স। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভাশিসকে দলে নেওয়ার কথা জানিয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাব। এই সই নিয়ে ক্লাব সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ শুভাশিসের বয়স এখন ৩৬ বছর। কেরিয়ারের সায়াহ্নে উপস্থিত হয়েছেন। তাকে দলের নেওয়ার ব্যাপারে অনেকে যেমন চার্চিল ব্রাদার্স ম্যানেজমেন্টের সমালোচনা করছেন, তেমনই কেউ কেউ রয়েছেন যারা আস্থা রাখছেন ইন্ডিয়ান সুপার লীগ জয়ী গোলরক্ষকের অভিজ্ঞতার ওপর।

   

২০১৪ সালে অ্যাথলেটিকো ডি কলকাতার হয়ে এই সম্মান পেয়েছিলেন তিনি। ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের হয়ে একাধিক গৌরবময় মুহূর্তের সাক্ষী শুভাশিস রায় চৌধুরী। শুভাশিসকে সই করানোর আগে রিলিজ করা হয়েছিল অ্যালবিনো গোমসকে।

বাজেটে এখন কম হলেও চার্চিল ব্রাদার্স কিন্তু ইতিমধ্যে ফুটবল প্রেমীদের চমক দিয়েছে। লিওনেল মেসির ছেলেবেলার দলের প্রশিক্ষককে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ক্লাব। টানা ছয় মাসের প্রচেষ্টার পর লিওনেল মেসির প্রাক্তন দলের কোচকে নিশ্চিত করেছে তারা। আসন্ন মরসুমে চার্চিল ব্রাদার্সের হেড কোচের ভূমিকায় Edgardo Malvestiti।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন