Aniket Yadav: ইস্টবেঙ্গলে সই করতে কলকাতায় এলেন এই তারকা ভারতীয় ফুটবলার

Aniket Yadav

দলবদলের বাজারে এবার চমক দেওয়ার পালা শুরু ইস্টবেঙ্গলের। রবিবার মাঝরাতে কলকাতায় এসে গেলেন ভারতীয় উইংগার অনিকেত যাদব (Aniket Yadav)৷

Advertisements

আরও পড়ুন: ATK Mohun Bagan: অতীত ভুলে দলকে এগিয়ে যাওয়ার মন্ত্র দিলেন মোহনবাগান কোচ

অনিকেত’কে দলে নিতে ট্রান্সফার ফি দিচ্ছে ইস্টবেঙ্গল তার বর্তমান ক্লাব হায়দ্রাবাদ এফসি’কে।দুই ক্লাবের মধ্যে এবিষয়ে মৌখিক কথাবার্তা বলা আগেই হয়ে গেছে। আপাতত শুধুমাত্র কাগজপত্রের কাজ বাকী আছে শুধু। আজকেই তার মেডিক্যাল হওয়ার কথা।

Advertisements

আরও পড়ুন: Sunil Chhetri: দল ঘোষণা স্টিমাচের, পরবর্তী দুই ম্যাচে খেলবেন না ভারত অধিনায়ক

মহারাষ্ট্রের এই ফুটবলার কোলহাপুরের এ আইএফএফের অ্যাকাডেমির ফুটবলার ছিলেন।পরবর্তী সময়ে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজ,চেন্নাই সিটিতে,তিন মাস ব্ল‍্যাকবার্ন রোভার্সের অ্যাকাডেমিতেও কাটিয়েছেন তিনি।গত মরশুমে হায়দ্রাবাদে খেলেছিলেন এই ফুটবলার।নতুন দলে তিনি কতোটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেন, এখন সেটাই দেখার বিষয় হতে চলেছে।